অবরোধ ডেকে বিএনপি নিজেরাই শরম পেয়েছে। তাদের ডাকা অবরোধে রাস্তায় আমাদের জ্যামে বসে থাকতে হয় বলে মন্তব্য করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এক গণসংযোগ ও অবরোধবিরোধী কর্মসূচি পালন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মঞ্জুরুল আলম রাজীব আরও বলেন, ‘বিএনপি সেই ২০১৩-১৪ সালে জ্বালাও পোড়াও করে এই দেশের প্রায় পাঁচ শতাধিক মানুষকে হত্যা করেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এগুলো মানুষ আর পছন্দ করে না। এই যে তারা অবরোধ ডেকেছে তাদের ডাকা অবরোধে আমরা রাস্তায় জ্যামে বসে থাকি। এদের কথা কেউ শুনে না। এখন অবরোধ ডেকে তারা নিজেরাই শরম পেয়েছে।’
এ সময় মঞ্জুরুল আলম রাজীব বলেন, ‘বিএনপি মূলত একটি বিদেশনির্ভর রাজনৈতিক দল আর বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের রাজনৈতিক দল। আমি বিশ্বাস করি এবং আশাবাদ ব্যক্ত করি, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নয় বরং দেশের সব মানুষের নাগরিক দায়িত্ব এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সেই সঙ্গে এদের প্রতিহত করা। প্রতিটি নাগরিকের তার নিজ সম্পদ রক্ষা এবং জানমাল রক্ষার সাংবিধানিক অধিকার আছে। আমি বিশ্বাস করি, প্রতিটি নাগরিকই তাদের সেই দায়িত্ব পালন করবে এবং এদের প্রতিহত করবে এবং ইতোমধ্যেই সেটা শুরু হয়ে গেছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঠেকানোর কেউ নেই।’
তিনি বলেন, ‘এ গণসংযোগে শুধু আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরাই না এখানে মসজিদের ইমাম থেকে শুরু করে দিনমজুরসহ সর্বস্তরের সাধারণ মানুষ আমাদের সাথে অংশগ্রহণ করেছে। তারাও স্বতঃস্ফূর্তভাবে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছে।’
মন্তব্য করুন