কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে খোলা হয়েছে বেশিরভাগ কারখানা

গাজীপুর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
গাজীপুর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর শিল্পাঞ্চল এলাকাসহ বেশিরভাগ শিল্প এলাকায় কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে এসব কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কাজে ফিরেছেন লাখো শ্রমিক। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা এলাকায় মোতায়েন রয়েছে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া শ্রমিকদের সহিংস আন্দোলনের মুখে অর্ধশতাধিক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে প্রশাসনের হস্তক্ষেপে ও বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুরের সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় মালিক পক্ষ। মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন শিল্প অধ্যুষিত এলাকার অধিকাংশ কারখানা খুলে দেওয়া হয়েছে। এসব কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফিরেছেন লাখো শ্রমিক। আগের মতো কর্মচাঞ্চল্য ফিরে এসেছে কারখানাগুলোতে। শ্রমিকরা কারখানা খুলে দেওয়ায় খুশি।

শিল্পপুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় শ্রমিকেরা সবচেয়ে বেশি বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে কোনাবাড়ী এলাকায় তিনজন ও ভোগড়া বাইপাস এলাকায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের পাঁচটি কারখানায় শ্রমিকরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে কোনাবাড়ী, কাশিমপুরসহ কারখানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর ও আশপাশের এলাকার বেশিরভাগ কারখানায় উৎপাদন চলছে। শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, গাজীপুরে বিজিএমইএ, বিকেএমইএসহ নিবন্ধিত তৈরি পোশাক কারখানা ২ হাজার ৩৫০টি। এ ছাড়া অনিবন্ধিত ছোট ও মাঝারি তৈরি পোশাক কারখানাসহ জেলায় ৫ হাজার পোশাক কারখানা রয়েছে। এদের মধ্যে ১২৩টি তৈরি পোশাক কারখানা ভাঙচুর করা হয়। এসব ঘটনায় এ পর্যন্ত ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে কয়েক হাজার, গ্রেপ্তার করা হয়েছে শতাধিক আসামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতকে বিদায় জানালেন সুনেরাহ 

বিএনপি-এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১০

ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

এগোচ্ছে মার্কিন ‘সামরিক বহর’, যুদ্ধের প্রস্তুতি ইরানের

লিটনরা না থাকলেও বিশ্বকাপে দায়িত্ব পাচ্ছেন দেশের দুই আম্পায়ার

জবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় প্রতি আসনে কত জন লড়ছেন?

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৪১

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দঘন স্পোর্টস ডে

৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির

১০

ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে : আমিনুল হক

১১

জাপানিদের যে অভ্যাসগুলো আপনাকেও রাখবে সুস্থ ও কর্মচঞ্চল

১২

একযোগে বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

১৩

আঙুর ফল খাওয়া যে ৫ ধরনের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ

১৪

ঝিনাইদহ-৪ আসনে একের পর এক আচরণবিধি লঙ্ঘন, নির্বিকার প্রশাসন

১৫

জয়ার সাফল্যের আরেক অধ্যায়

১৬

হঠাৎ যশোর আইটি পার্ক রিসোর্ট বন্ধে দিশাহারা ৬৪ কর্মী

১৭

বুর্কিনা ফাসোর সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা

১৮

শুক্রবার ছড়ানো গুজবে স্বর্ণের দামে বড় পতন

১৯

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

২০
X