চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকা থেকে যুবদল নেতা রোকন মেম্বারের সহযোগী মো. আব্দুর বারেক ওরফে পিয়ারুকে অত্যাধুনিক অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোররাতে সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. আব্দুর বারেক সলিমপুর এলাকার সমাদরপাড়ার মৃত আবদুল কাসেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সলিমপুর ইউনিয়নের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লিমিটেডের পেছনে আব্দুল বারেক পিয়ারু নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই শামিউর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গানসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ৯টির অধিক মামলা রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘আব্দুল বারেক পিয়ারু নাশকতার উদ্দেশ্যে রেললাইনে অবস্থান করছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে।’
মন্তব্য করুন