চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে নানি ও নাতির মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) চট্টগ্রামের অক্সিজেন রেল সিগন্যালের কাছে একটি রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাজিয়া বেগম (৬৮) ও মো. সাহিল (৮)। তারা বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় পাঠানপাড়ায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।
কী ঘটেছিল
বায়েজিদ বোস্তামী থানার এসআই সঞ্জয় শর্মা কালবেলাকে বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে শাটল ট্রেনটি চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। নানি ও নাতি বাজার নিয়ে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। ওই নারী ও শিশু রেললাইনের ব্রিজের মাঝামাঝি ছিলেন। ট্রেন চলে আসায় তাদের আর সামনে পেছনে যাওয়ার উপায় ছিল না। ট্রেনের ধাক্কায় দুজন ব্রিজের দুই পাশে ছিটকে খালে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ষোলশহর স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম জানান, চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা তারা বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় পাঠান পাড়ায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।
মন্তব্য করুন