রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
ওসি আরও বলেন, বৃহস্পতিবার রাতে বৃষ্টি হচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা রাস্তা থেকে ফায়ার স্টেশনের দিকে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি ফায়ার সার্ভিসের একটি জানালায় লেগে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ককটেল বিস্ফোরণের পর থেকে এলাকায় অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ছাড়া এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
মন্তব্য করুন