ব্রাহ্মণবাড়িয়ার বড়হরন এলাকায় ঝড়ে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও রেল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার জেলার সর্বত্র বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরন ও বড়হরনের মাঝামাঝি এলাকায় গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রেন চলাচল বন্ধ থাকায় সন্ধ্যা ৭টা থেকে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের তালশহর রেলস্টেশন এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে আটকা পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, সন্ধ্যার পরে বড়হরন এলাকায় ঝড়ে একটি গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ে যায়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তালশহর রেলস্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ও ভৈরব রেলস্টেশনে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।
তিনি আরও জানান, রেলের (পিডব্লিউডি) লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা গাছ কেটে রেললাইন থেকে সরানোর পর ট্রেন চলাচল শুরু হবে। কতক্ষণ সময় লাগবে তা বলা যাচ্ছে না।
মন্তব্য করুন