ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

৪০ বছরে মেরেছেন ৫ লক্ষাধিক ইঁদুর, পেয়েছেন পুরস্কার

হোসেন আহম্মদ। ছবি : কালবেলা
হোসেন আহম্মদ। ছবি : কালবেলা

ইঁদুর মেরে পুরস্কার! তাও আবার হয় নাকি? হ্যাঁ, প্রত্যেক বছর কৃষি বিভাগ থেকে এই পুরস্কার দেওয়া হয় কৃষকদের। গত ৪০ বছরে ৫ লক্ষাধিক ইঁদুর মেরে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে কৃষি বিভাগ থেকে অর্ধশতাধিক পুরস্কার পেয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দশপাইয়া গ্রামের মৃত মোহাম্মদ ইস্রাফিলের ছেলে ৮৩ বছর বয়সী হোসেন আহম্মদ।

তিনি ২০২২-২৩ অর্থবছরে ১২ হাজার ৫৮৯টি ইঁদুর মেরে চট্টগ্রাম অঞ্চলে ইঁদুর নিধনে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

ইঁদুর ফসলের ক্ষতি করে বেশি। ইঁদুর নিজে যা খায় তার চেয়ে ১০ গুণ খাদ্য নষ্ট করে। এ ছাড়া এরা বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। মূলত, এ ক্ষতির পরিমাণ উপলব্ধি করেই ইঁদুর শিকারে উদ্বুদ্ধ হন তিনি। হোসেন আহম্মদ পেশায় একজন কৃষক। এলাকায় সবাই তাকে ইঁদুর শিকারি হিসেবে এক নামে চেনেন। ১৯৮৩ সাল থেকে এই কাজ করে আসছেন তিনি । তার এ ব্যাপক পরিচিতির মূল কারণ ইঁদুর শিকার। প্রতি বছর হাজার হাজার ইঁদুর মেরে তিনি এত পরিচিতি পেয়েছেন। ইঁদুর শিকারে তার রয়েছে অসাধারণ কৃতিত্ব। ইঁদুর মেরে তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় কৃষি বিভাগ থেকে পেয়েছেন অসংখ্য পুরস্কার।

ইঁদুর শিকার হোসেন আহম্মদের নিয়মিত কাজগুলোর একটি। প্রান্তিক চাষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের জনগণকে ঘরবাড়ি, দোকানপাট, হাঁস-মুরগির খামার কীভাবে ইঁদুরমুক্ত করা যায়, ইঁদুরবাহিত রোগবালাই এবং পরিবেশদূষণ থেকে কীভাবে রক্ষা করা যায় সে সম্পর্কে উদ্বুদ্ধ করে থাকেন। বিভিন্ন কৃষি সভা-সেমিনারে অংশগ্রহণ করে কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি । সারা বছর ধরেই তিনি ফাঁদ পেতে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে প্রচুর ইঁদুর নিধন করে থাকেন। ইঁদুর ধরার জন্য বিশেষ কোনো যন্ত্র ব্যবহার না করে এ কাজে তিনি ব্যবহার করেছেন তার নিজস্ব প্রযুক্তিতে বাঁশ দিয়ে তৈরি পরিবেশ বান্ধব ফাঁদ।

হোসেন আহম্মদ কালবেলাকে বলেন, ইঁদুর মারার থেকে বেশি আনন্দ আর কিছুতেই পাই না আমি। গত ৪০ বছরে ৫ লাখের বেশি ইঁদুর মেরেছি। আমরা সবাই যদি একটু সচেতন হই তাহলে ইঁদুরের এ ক্ষতি থেকে অনেকটা মুক্তি পেতে পারি। পাশাপাশি যে যার জায়গা থেকে ইঁদুর নিধনে কাজ করতে পারলে প্রাণীটির বংশবিস্তার রোধ করা সম্ভব। হোসেন আহম্মদ চলতি বছর ১২ হাজার ৫৮৯টি ইঁদুরের লেজ সংরক্ষণ করেছেন। তার উদ্দেশ্য ইঁদুর নিধনে জাতীয় পর্যায়ে অবদান রাখা।

ইঁদুর নিধনে অবদান রাখার জন্য হোসেন আহম্মদ ১৯৮৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিয়মিত উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে অর্ধশতাধিক পুরস্কার লাভ করেছেন।

মঙ্গলকান্দি ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মো. আজিজ উল্যাহ বলেন, হোসেন আহম্মদ আমাদের সবার পরিচিত মুখ। সবাই তাকে এক নামে চেনে। ইঁদুর নিধনে অসংখ্য পুরস্কার পেয়ে আমাদের সবার মুখ উজ্জ্বল করেছেন। অথচ ইঁদুর নিধনের মতো জনগুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে এলাকাবাসীর উপহাসের পাত্র হয়ে গেছেন তিনি। আমরা কাজের মূল্যায়ন করতে জানি না। যে লোকটি ইঁদুর মারার কারণে সবার উপকার করে যাচ্ছেন। অথচ, অনেকেই তাকে নানা ব্যঙ্গাত্মক (লেঞ্জা আলা) নাম দিয়ে ডাকে। হোসেন আহম্মদ নিয়মিত ইঁদুর নিধন করার কারণে আমি এই অর্থবছরে চট্টগ্রাম অঞ্চলে উপসহকারী কৃষি অফিসার ক্যাটাগরিতে প্রথম স্থানের পুরস্কার লাভ করি।

মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল কালবেলাকে জানান, হোসেন আহম্মদ সাহেব আমাদের গর্ব। আমি বিশ্বাস করি ভবিষ্যতে উনি ইঁদুর নিধনে জাতীয় পুরস্কার লাভ করবেন।

সোনাগাজী উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ইঁদুর প্রায় ৫০-৫৪ লাখ লোকের এক বছরের খাবার নষ্ট করে। এ উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে ৮১ হাজার ৬৯৪টি ইঁদুর নিধন করে চট্টগ্রাম অঞ্চলে সোনাগাজী উপজেলা কৃষি অফিস প্রথম স্থান পুরস্কার লাভ করে। প্রতি বছর সরকারিভাবে ইঁদুর নিধন অভিযান পরিচালিত হয়। ইঁদুর নিধনের লক্ষ্যে কৃষিকর্মী, কিষান-কিষানি ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে কৃষক হোসেন আহম্মদ অসংখ্যবার শ্রেষ্ঠ ইঁদুর নিধনকারীর পুরস্কার পেয়েছেন। আশা করি হোসেন আহম্মদ ভবিষ্যতে ইঁদুর নিধনে জাতীয় পুরস্কার লাভ করবেন।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, ইঁদুর নিধনে হোসেন আহম্মদ একটি উদাহরণ। ইঁদুর নিধনে জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন। ভবিষ্যতে জাতীয় পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সব সহযোগিতা আমরা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আবু সাঈদের নামে দিবস দিতে সমস্যা কোথায়?’ 

শহীদের চেতনায় দেশকে উপলব্ধি করার আহ্বান তারেক রহমানের

দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন নুরুল হুদা

সাতক্ষীরার বৈষম্যবিরোধী নেতা সুহাইলের পদত্যাগ 

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৯১ জন 

ক্ষমতাকেন্দ্রিক নয়, সংস্কারের পক্ষে জোট চায় এবি পার্টি

ব্রিটিশদের নাকানিচুবানি দিতে ১০ বছর ধরে যে রণকৌশলে এগোচ্ছে ইরান

বাসযাত্রীর ব্যাগে মিলল বিপুল ইয়াবা, অতঃপর...

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

১০

ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর, কনটেইনার পরিবহনে রেকর্ড

১১

৭০০ টাকার ব্রডব্যান্ড ৫০০ টাকায় দেওয়ার নির্দেশনা আইএসপিএবির

১২

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজা অবরোধ 

১৩

অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ঢাবি

১৪

ক্ষোভের মুখে সরানো হলো বিএনপির অনুষ্ঠানের উপস্থাপক এহসানকে

১৫

নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি পরিচালনা করবে ডিএনসিসি

১৬

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদ, থানায় মামলা

১৭

কুষ্টিয়ায় কাফনের কাপড় জড়িয়ে বিএনপির কার্যালয় ঘেরাও

১৮

সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে জুলকারনাইনের প্রতিক্রিয়া

১৯

দুই দশক পর কারামুক্তি, সঙ্গে লাখ টাকা সঞ্চয় দুই নারীর

২০
X