গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযানে সদর উপজেলার খামার কামারজানি চরাঞ্চল থেকে ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর দেড়টায় র্যাবের এক অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার খামার কামারজানি এলাকা থেকে বিশেষ কৌশল অবলম্বন করে এই বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধার হওয়া বিদেশি মদের দাম আনুমানিক ২৫ লাখ টাকা। এ সময় ঘটনাস্থল থেকে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীরা হলো- জাহিদুল ইসলাম ও ফারুক মিয়া। উভয়ের বাড়ি গাইবান্ধার খামার কামারজানি এলাকায়।
গাইবান্ধার র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান বলেন, আমরা ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছি। তবে ঘটনার সাথে জড়িত মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা জানা যায়। ওই ঘটনার সাথে জড়িত আসামিদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন