রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে গ্রেপ্তার বিএনপির ২ নেতাকে বুধবার (২২ নভেম্বর) বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার রাতে ডেমরা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ডেমরা থানায় দায়ের করা গত ৫ মে রাতের মামলায় তাদের আসামি করে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়ার যুগ্ম সাধারণ সম্পাদক ও হামিদ ব্যাপারীর ছেলে মোহাম্মদ ইদ্রিস আলী (৪৪) ও একই এলাকার মৃত লাতু চৌধুরীর ছেলে ও জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক মো. শরীফ চৌধুরী (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার কালবেলাকে বলেন, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিসহ সরকারবিরোধী নানা কর্মকাণ্ড ঘটানোর অপরাধে ডেমরা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন