কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পর্শে স্বপ্না (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর ) দিুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপ্না ওই এলাকার প্রবাসী মোস্তফা কামালের স্ত্রী।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বিদ্যুৎস্পর্শে স্বপ্নার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্বপ্না উঠানে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, ‘বিদ্যুৎস্পর্শে নারীর মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ওই নারীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
মন্তব্য করুন