দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের হলদিবাড়ি এলাকা এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চণ্ডিপুর থেকে যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে যাচ্ছিল ভ্যানটি। পথিমধ্যে হলদিবাড়ি বার্মা ফিলিং স্টেশনের সামনেরর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান (রংপুর মেট্রো-১১০১৭৯) তাদের ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক লালু (৩০) ও যাত্রী আব্দুল মজিদ (৫০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপর দুই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত লালু হলদিবাড়ি দোলাপাড়া মিলের পাড় এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে ও আব্দুল মজিদ (৫০) চণ্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর, মণ্ডলপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে এর চালক ও সহকারী।
মন্তব্য করুন