আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শীতকালীন সবজির আগাম চাষে ফলন ভালো, খুশি কৃষক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। ছবি : কালবেলা

শীতকালীন সবজির আগাম চাষে কাঙ্ক্ষিত লাভের দেখা পাচ্ছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কৃষকরা। মৌসুমের শুরুতে দাম তুলনামূলক বেশি পাওয়ায় ইতিমধ্যে অনেকের উৎপাদন খরচ উঠে এসেছে। বর্তমানে সবজি বিক্রি করে মুনাফা গুনছেন চাষিরা। এতে করে গ্রামগুলোতে তৈরি হয়েছে স্বাচ্ছন্দ্যের আবহ। এদিকে ক্ষেত থেকে সবজি সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকের পরিবারের সদস্যরাও। পাইকারি ব্যবসায়ীরা জমিতে এসেও এসব সবজি কিনে নিয়ে যাচ্ছেন।

শীতকালীন এসব আগাম সবজির মধ্যে রয়েছে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, লাউ, বেগুন, স্কোয়াশ এবং লাল শাকসহ বিভিন্ন ধরনের সবজি। সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে সুষম সার, জৈব সার ও কীটনাশকের সঠিক ব্যবহারের জন্য তাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তারা।

স্থানীয় কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে ব্রাহ্মণপাড়ায় ৩১০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যেই ২১০ হেক্টর জমিতে আগাম সবজি চাষাবাদ হয়েছে। এর মধ্যে আগাম জাতের সবজি চাষের ফলন এখন বাজারে বিক্রি হচ্ছে। কৃষকদের নানা রকম পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি অফিসের কর্মকর্তারা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন শীতকালীন সবজির মাঠে ঘুরে দেখা গেছে, ক্ষেত থেকে সবজি তোলা ও পরিচর্যায় ব্যস্ত চাষিরা। কেউ ক্ষেত থেকে বিক্রয় উপযোগী টমেটো সংগ্রহ করছেন। কেউ ক্ষেত থেকে মুলা সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন। শ্রমে অর্জিত স্বপ্নের ফুলকপি তুলছেন এবং ক্ষেত থেকেই তা বিক্রি করছেন পাইকারি ব্যবসায়ীদের কাছে। অনেক চাষি বাড়ন্ত সবজির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। নারী-পুরুষের সমতায় মাঠে মাঠে যেন ফুটে উঠেছে আবহমান বাংলার চিরচেনা রূপ।

চাষিরা জানান, আগাম সবজিতে এ বছর লাভবান কৃষক। মাঝেমধ্যে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এবার আগাম সবজি চাষে স্বপ্ন পূরণ হয়েছে অনেক চাষিরই। এতে করে আগামী বছর আগাম সবজি চাষে অনেক চাষি সবজি আবাদে আগ্রহী হবেন বলেও জানান তারা।

মহালক্ষীপাড়া এলাকার সবজি চাষি সোহেল রানা জানান, তিনি ১৯ শতক জমিতে আগাম টমেটো চাষাবাদ করেছেন। শিম আবাদ করেছেন ১৪ শতক জমিতে। বিদেশি সবজি স্কোয়াশ চাষ করেছেন ২১ শতক জমিতে। এ ছাড়া প্রায় ৩৯ শতক জমিতে তিনি অন্যান্য সবজি চাষ করেছেন। এতে লাভের স্বপ্নও দেখছেন তিনি। তবে তিনি বলেন, ঘূর্ণিঝড় মিধিলির কারণে সৃষ্ট দমকা হাওয়ায় এবং টানা বৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। তার আবাদ করা সবজির মধ্যে টমেটো, শিম, লাল শাক ও স্কোয়াশ বাজারে বিক্রি করতে শুরু করেছেন তিনি ।

উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া এলাকার সবজি চাষি মিজানুর রহমান জানান, এ বছর তিনি ২৩ শতক জমিতে আগাম ফুলকপি চাষ করেছেন। ফলনও হয়েছে আশানুরূপ। এতে খুশিও তিনি। ১৫ শতক জমিতে আবাদ করেছেন মুলা। মুলার বীজ রোপণের ৩৫-৪০ দিনের মধ্যে বর্তমানে ফলন এসে বিক্রির উপযুক্ত হয়েছে। মুলার আবাদের মধ্যেই এখন আলু রোপণের প্রস্তুতিও নিয়েছেন তিনি। মুলা বিক্রি শেষ হলে এরপর থেকে তিনি বাজারে আগাম আলু বিক্রি করতে পারবেন বলেও আশা করেন।

উপজেলার মনোহরপুর এলাকার সবজি চাষি হারেছ মিয়া জানান, এ বছর তিনি সব মিলিয়ে ৪৩ শতক জমিতে শীতকালীন আগাম সবজি চাষ করেছেন। এর মধ্যে লাউ চাষ করেছেন ৯ শতক জমিতে। এ বছর লাউয়ের ফলন ভালো হওয়ায় তিনি লাভের মুখ দেখেছেন। এ ছাড়া তিনি ফুলকপি, শিম, টমেটো, লালশাক ও মুলা আবাদ করেছেন। এ বছর ফসলের ফলনে উৎফুল্ল তিনি ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকলে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। উপজেলা কৃষি অফিস সবজির পরিচর্যায় মাঠে মাঠে গিয়ে সার্বক্ষণিক নজরদারি করে আসছে। ব্রাহ্মণপাড়ায় আগাম সবজি চাষিরা নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে এসব সবজি বাজারে তুলছে। এতে ভালো দামও পাচ্ছে তারা। ফলে আগাম সবজি চাষিরা লাভবান হচ্ছেন। শীতকালীন সবজির চাষের বিষয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নের চাষিদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে আসছে উপজেলা কৃষি বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেদের কাছে ৪৯ রানে ধরাশায়ী হয়ে অলআউট মেয়েরা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নতুন মাইলফলক / এমআইই পাথওয়েজের প্রথম এনসিইউকে গ্র্যাজুয়েশন সেরিমনি উদযাপন

বলিউড ছেড়ে দক্ষিণে দিব্যা দত্ত

প্রোটিয়া টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার

রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, জামিন দেওয়ায় বাদীর ক্ষোভ

রাশিয়ার পারমাণবিক প্লান্টে আগুন

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেলে নবদম্পতির সংসার

১০

যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া

১১

জঙ্গলে রহস্যময় জ্বলন্ত গাড়িতে পাওয়া গেল ২ পুরুষের মরদেহ

১২

ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

১৩

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাক তারকা ক্রিকেটারের, এবার যেন হারাবেন পদটাই

১৪

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

১৫

বিপাকে স্বরা ভাস্কর

১৬

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

১৭

মাঝ আকাশে নগ্ন অবস্থায় ধরা বিমানবালা

১৮

মরদেহ দাফনের পর জীবিত ফিরে এলো রবিউল!

১৯

সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

২০
X