চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালী-১ আসনে আবারও নৌকার মাঝি এইচ এম ইব্রাহিম

এইচ এম ইব্রাহিম। ছবি : কালবেলা
এইচ এম ইব্রাহিম। ছবি : কালবেলা

টানা চতুর্থবারের মতো সংসদীয় আসন ২৬৮, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি। তিনি এ আসন থেকে টানা দুইবারের সংসদ সদস্য।

চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পাওয়ার পর এইচএম ইব্রাহিম কালবেলাকে বলেন, ‘যে প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন, আমি প্রধানমন্ত্রীর সে প্রত্যাশা পূরণে কাজ করে যাব ইনশাআল্লাহ। এই আসনের জনগণ আমাকে আগের চাইতেও বেশি ভালোবাসে বলে আমি বিশ্বাস করি। তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতেও আমি কার্পণ্য করব না।’

রোববার (২৬ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। এরপর বিকেল ৪টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এবছর নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মোট সাতজন। বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ছাড়াও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, নোয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবদুন নূর দুলাল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুল হাই এই আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত পুরো চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৩৭৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫ শত ১৪ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৮ শত ৬১ জন।

গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঢাকার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তিন দিব্যাপী আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।

এ বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনে আওয়ামী লীগের ৩ হাজার ৩৬২টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয় । এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১০

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১১

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১২

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৩

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৪

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৫

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

১৬

জামায়াতের মুখে সংস্কার, হাস্যকর বিষয় : সোহেল

১৭

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে? জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

১৮

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

১৯

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

২০
X