ঢাকার সাভারে এক কেয়ারটেকারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জুন) রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর লোহার ব্রিজের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম বেপারি (৫৫) ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকার বাসিন্দা। তিনি ১০ বছর ধরে ওই এলাকার আক্তারের জমির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, নুর মিয়ার দুই স্ত্রী থাকার কারণে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তার দ্বিতীয় স্ত্রী রিতা ও অটোরিকশাচালক ইব্রাহিমকে আটক করেছে।
সাভার থানার ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ মোকলেছুর রহমান জানান, গতকাল রাতে নুর ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথা ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারণে মৃত্যু হয়েছে। সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চ
মন্তব্য করুন