বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুর মহাসড়ক

ঈদযাত্রায় যানবাহনের সঙ্গে সঙ্গে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ 

ঈদযাত্রায় গাজীপুর মহাসড়কের বিভিন্ন স্থানে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। ছবি : কালবেলা
ঈদযাত্রায় গাজীপুর মহাসড়কের বিভিন্ন স্থানে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। ছবি : কালবেলা

ঈদযাত্রায় ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কের বিভিন্ন স্থানে। কয়েকটি পয়েন্টে সৃষ্টি হচ্ছে থেমে থেমে যানজট। সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যাত্রীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা। নির্দিষ্ট বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে থেমে থেমে যানজট। এ ছাড়া ঢাকায় প্রবেশ করছে পশুবাহী ট্রাক, রয়েছে মহাসড়কের পাশে কয়েকটি গরুর হাট। এ অবস্থায় এ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়কের চেরাগ আলী, কলেজগেট, গাজীপুরা, ভোগড়া বাইপাস মোড় পয়েন্টে গাড়ির ধীরগতি দেখা গেছে। দুপুরের আগে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকদের ঈদের ছুটি শুরু হলে মহাসড়কে গাড়ি ও মানুষের চাপ আরও বাড়তে পারে বলে মনে করছে ট্রাফিক পুলিশ।

ভোগড়া বাইপাস সড়কে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্বরত গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট নাজমুল হক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ও মানুষের চাপ নেই বললেই চলে। এ সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিবেশ ছিল অনেকটাই বছরের অন্য দিনের মতোই। তবে সোমবার (২৬ জুন) সন্ধ্যার পর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড়, চন্দনা-চৌরাস্তা মোড় এবং স্টেশন রোড এলাকায় গাড়ি ও মানুষের চাপ ছিল। মঙ্গলবার সকাল ৯টার পর টঙ্গী থেকে চান্দনা-চৌরাস্তা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্থানে স্থানে বাস থামিয়ে যাত্রী ওঠাতে গিয়ে কিছুটা ভিড় লক্ষ করা গেছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেন জানান, যানজট থেকে রেহাই পেতে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ট্র্যাডিশন আছে যে দূরপাল্লার যাত্রায় মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত যানবাহনে যাতায়াত করে। তাই সোমবার মধ্যরাতের পর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ও মানুষের চাপ বেড়ে যায়।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঈদে ঘরমুখো মানুষ ও গাড়ির চাপ ছিল। তবে মঙ্গলবার সকালে তা কিছুটা কমলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়তে থাকে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব খান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষ ও গাড়ির চাপ বাড়তে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যে মহাসড়কে অবস্থানরত গাড়ির অপেক্ষায় থাকা মানুষ রাস্তা করতে গিয়েও মাঝেমধ্যে গাড়ির ধীরগতি ও লম্বা লাইন হচ্ছে।

গাজীপুরের পুলিশ কমিশনার মো. মাহবুব আলম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত গাজীপুর মহানগরী এলাকায় ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কগুলোতে যানজট পরিস্থিতি স্বাভাবিক আছে। গুগল ম্যাপ, সিসিটিভি ফুটেজ এবং ড্রোন ব্যবহার করেও মহাসড়কগুলোতে যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরের দিকে যানবাহন ও ঘরমুখো মানুষের চাপ কিছুটা বাড়লেও বড় রকমের প্রাকৃতিক কোনো দুর্যোগ না ঘটলে আমাদের যে ব্যবস্থাপনা আছে, তাতে যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

কোথাও কোথাও বেশি ভাড়া নেওয়ার কথা অভিযোগ পাওয়ার বিষয়ে কমিশনার বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া মাত্র আমরা জড়িত পরিবহন শ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি; যাতে যাত্রীসাধারণ ভোগান্তির শিকার না হন। তারা যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, তার জন্য পুলিশ তৎপর রয়েছে।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ির চাপ বেশি থাকায় চন্দ্রাকেন্দ্রিক যানবাহনের জটলা রয়েছে। গাড়ির অপেক্ষায় অবস্থান করতে দেখা গেছে উত্তরবঙ্গের যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, গাড়ির সংকট থাকায় গন্তব্যে যেতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এ ছাড়া নেওয়াও হচ্ছে বাড়তি ভাড়া।

মহানগর ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময়ে ৫০-৬০ হাজার গাড়ি চলাচল করে। ঈদযাত্রায় এ সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১০

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১১

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১২

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৩

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৪

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৫

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৬

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৭

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

১৮

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

১৯

ফুটবলকে বিদায় বললেন মেসির আরও এক সতীর্থ

২০
X