সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের পক্ষে আন্দোলনে নেমে গ্রেপ্তার হওয়া দুই বাসদ নেতা আবু জাফর ও প্রণব জ্যোতি পাল জামিন পেয়েছেন। যানবাহন ভাঙচুরের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো. শরিফুল হক তাদের জামিন মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন জানান, সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুরের দুটি মামলায়ই আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। সোমবার সন্ধ্যায় মহানগর কারাগার থেকে তারা মুক্তি পেয়েছেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর আম্বরখানায় দলীয় কার্যালয় থেকে জেলা বাসদের আহ্বায়ক জাফর ও সদস্য সচিব প্রণবকে আটক করে পুলিশ। পরে যানবাহন ভাঙচুরের দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
মন্তব্য করুন