আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানকে বিজয়ী করতে কাজ করার ঘোষণা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
সাকিবের নির্বাচন প্রসঙ্গে সাইফুজ্জামান শিখর জানিয়েছেন, দলীয় মনোনয়নের বিষয়ে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এ ক্ষেত্রে আমার কর্তব্য হচ্ছে সাকিব আল হাসানকে সহযোগিতা করা। দলীয় নেতাকর্মীদের নিয়ে আমি তাই করব। আমরা মাগুরা-১ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত ক্রিকেটার সাকিব আল হাসানকে বিজয়ী করতে সর্বাত্মক কাজ করব।
সাকিবের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে সাইফুজ্জামান শিখর বলেন, ‘তার বাবার সঙ্গেও কথা হয়েছে। তাদের বলেছি, এটা আওয়ামী লীগের মনোনয়ন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করেন। সাকিবের জন্যও আমার যতখানি যা করার আমি করব। এটা নিয়ে সাকিবের চিন্তা করার কিছু নেই।’
সাইফুজ্জামান শিখর মাগুরা-২ আসনের চারবারের সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট আছাদুজ্জামানের ছেলে।
মন্তব্য করুন