নীলফামারীর ডিমলায় কোদালের কোপে বৃদ্ধ পিতা আব্দুল আজিজ (৭০) হত্যাকাণ্ডের ঘটনার ১২ ঘণ্টার মধ্যে ছেলে নুর ইসলাম (৪২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে জেলার জলঢাকা থানা এলাকা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
নুর ইসলাম উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সোনাখুলী মিলনপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা ও নিহত আব্দুল আজিজের বড় ছেলে।
ডিমলা থানার ওসি দেবাশীষ রায় কালবেলাকে এ তথ্য নিশ্চিত করে জানান, ডিমলা থানা পুলিশ ওই হত্যাকাণ্ডে বিশেষ অভিযান পরিচালনা করে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত আব্দুল আজিজ তার জমি-জমা মেয়েদের নামে দলিল করে দেন। সেই কারণে দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা আব্দুল আজিজের ওপর অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন করে আসছিল তার ছেলেরা।
নিহত আব্দুল আজিজের নাতি রাজু ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় চাপানি বাজারে নানাকে ভুট্টা বীজ কিনে দিয়ে বাড়িতে চলে যাই। পর দিন সকালে শুনি আমার নানা ভুট্টা লাগাতে গিয়ে মামা নুর ইসলামের সাথে ঝগড়া-বিবাদে জড়ান। পরক্ষণেই মামার হাতে থাকা কোদাল দিয়ে এলোপাতাড়ি মারপিট ও কোপ দিয়ে নানার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেন মামা নুর ইসলাম। এতে করে রক্তাক্ত অবস্থায় জমিতে লুঠিয়ে পড়েন নানা আব্দুল আজিজ। এলাকাবাসী তাকে আহত অবস্থায় ডিমলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন