আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁইয়া) আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন প্রাপ্তদের মধ্যে দাগনভূঁইয়া সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহম্মেদ সৈকত। অপরদিকে সোনাগাজী সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজি রহিম উল্লাহ ও তার সহধর্মিণী পারভিন আক্তার।
এতে ফেনী-৩ আসনে শুরু হয়েছে বাবা-ছেলে ও স্বামী-স্ত্রীর ভোট যুদ্ধ। বাবা-ছেলে এবং স্বামী ও স্ত্রী একই আসনে প্রার্থী হওয়ায় বেশ আলোচনা চলছে পুরো নির্বাচনী এলাকাজুড়ে।
এ ছাড়াও ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। দাগনভূঁইয়া সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের দাগনভূঁইয়া উপজেলা সভাপতি আবু নাছের, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে তবারক হোসেন সোহেল, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিএফ) প্রার্থী আজিম উদ্দিন আহম্মেদ। সোনাগাজী সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।
মন্তব্য করুন