মানিকগঞ্জের সিংগাইরে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যসহ দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। একই সঙ্গে ডাকাতি করা আংশিক মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিংগাইর উপজেলা, ঢাকার ধামরাই ও সাভার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (২৯ নভেম্বর) সকালে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের নুরুল হকের ছেলে মালেক (২৬) ও আলেক হোসেন (২১), উত্তর জামশা গ্রামের শাজাদৎ হোসেনের মেয়ে সুমা আক্তার ওরফে সুমী (২৫), চর দূর্গাপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে শামসুল ইসলাম (২৮), পূর্বভাকুম গ্রামের মৃত পরান ফকিরের ছেলে সুমন ফকির (২৫), কহিলাতলী গ্রামের মৃত ফজল শেখের ছেলে মোক্তার হোসেন (৩৩), চরদূর্গাপুর গ্রামের রজ্জব আলীর ছেলে সজিব মিয়া (২২) ঢাকা জেলার ধামরাই উপজেলা চৌঠাইল দক্ষিণপাড়া গ্রামের মৃত হেলাল ওরফে ইলা মিয়ার ছেলে সেলিম মিয়া ওরফে সলিম খান (৪৮) ও খলিল মিয়া (৪০) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার চর দৌলতপুর গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে আয়ূব ওরফে আয়ূব মোল্লা (৩৪)।
পুলিশ জানায়, রোববার (১৯ নভেম্বর) সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে একটি ডাকাতের ঘটনার সূত্র ধরে তাদের আটক করা হয়।
মন্তব্য করুন