টাঙ্গাইলের বাসাইলে শিয়ালের কামড়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাসাইল পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাসাইল পৌরসভার দক্ষিণ পাড়া এলাকার মৃত চান খা'র স্ত্রী ফাতেমা বেগম (৭৫)। একই এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মঙ্গল মিয়া (৬৫), জাকির হোসেনের ছেলে রাফি (৩), শফিকুল ইসলামের ছেলে শিশির (২৩) ও জাহিদুল ইসলামের মেয়ে উর্মি (১৪)।
বাসাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রিন্স মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাতে তারা ঘর থেকে বের হলে একটি শিয়াল তাদের কামড় দেয়। চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা উদ্ধার করে তাদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ডি এম রাফিউর রহমান জানান, শিয়ালের কামড়ে আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাঁচজনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বাসাইল পৌরসভার কাউন্সিলর প্রিন্স মাহমুদ জানান, সন্ধ্যার দিকে বাসাইল দক্ষিণ পাড়া এলাকায় শিশুসহ পাঁচজনকে শিয়ালে কামড় দেয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তিনজনকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। দুজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন