গাজীপুরের টঙ্গীতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত সোয়া ১০টার দিকে ন্যাশনাল টিউব রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন