রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে একজন ভ্যানচালক এবং অন্যজন যাত্রী।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যানের যাত্রীর নাম খয়ের খাঁ (৮০)। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চর কামিয়া গ্রামের বাসিন্দা। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা কালবেলাকে জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। আর ব্যাটারিচালিত ভ্যানগাড়িটি কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে মদাপুর বাজারের দিকে যাচ্ছিল। সূর্যদিয়া এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় ওই ট্রেনটি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক ও যাত্রী মারা যান।
নিহত খয়ের খার ভাতিজা কুদ্দুস খাঁ কালবেলাকে বলেন, সকালে মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশে আমার চাচা বাড়ি থেকে বের হন। কিন্তু সূর্যদিয়া এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান থাকলে এ দুর্ঘটনা ঘটত না।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ বসু কালবেলাকে জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। এ অরক্ষিত লেভেল ক্রসিংয়ের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।
মন্তব্য করুন