শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মক্কায় হাজিদের সেবা দিচ্ছেন চাঁদপুরের দুই যুবক

ডা. আবু নাছের শাকিল ও হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী। ছবি: কালবেলা
ডা. আবু নাছের শাকিল ও হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী। ছবি: কালবেলা

পবিত্র মক্কায় হাজিদের সেবায় নিয়োজিত রয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের একই গ্রামের দুই যুবক ডা. আবু নাছের শাকিল ও হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী। আল্লাহর ঘরের আগত অতিথিদের সেবায় নিয়োজিত ২ যুবকের এ কাজে খুশি তাদের স্বজন ও এলাকাবাসী।

জানা যায়, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু ইউসুফ পাটোয়ারীর পুত্র শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু নাছের শাকিল বাংলাদেশ হজ মিশন মক্কা শাখার মেডিকেল টিমের অন্যতম সদস্য হিসেবে বর্তমানে মক্কায় অবস্থান করছেন। একই গ্রামের পুরান পাটওয়ারী বাড়ির মুহাম্মদ আব্দুল হান্নান পাটওয়ারীর ছেলে হাফেজ হাছান মানছুর মাক্কী বাংলাদেশের হজ মিশন ও পবিত্র মসজিদে হারামে অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হাজিদের জরুরি চিকিৎসাসেবা, ভাষাগত সহায়তা ও হজ সম্পৃক্ত মাসলা মাসায়েল জানিয়ে দিচ্ছেন।

এ ছাড়া হজ করতে গিয়ে যেসব হাজি অসুস্থ হয়ে পড়েন তাদের সাথে দোভাষী হিসেবে কাজ করেন মানছুর। হাজিদের কষ্টের কথাগুলো ভাষান্তর করে জানান এখানকার চিকিৎসকদের। এ ছাড়া আরবিতে চিঠি চালাচালিসহ অসুস্থ হাজিদের দেশে পাঠানো পর্যন্ত সব প্রক্রিয়াতে যুক্ত থাকতে হয় মানছুরকে।

ডা. আবু নাছের শাকিল মুঠোফোনে জানান, ‘বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশকে শত্রুমুক্ত করতে তিনি যুদ্ধ করেছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চিকিৎসা পেশায় এসেছি। আজ আল্লাহ আমাকে একজন চিকিৎসক হিসেবে তার ঘরের মেহমানদের সেবায় আসার সুযোগ দিয়েছেন যাতে স্বর্গীয় প্রশান্তি রয়েছে।’

টানা ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করেও ক্লান্তিবোধ আসে না জানিয়ে হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী জানান, ‘আল্লাহর ঘরের মেহমানদের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত, আজীবন আমি এ খেদমতে থাকতে চাই।’

চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জোবায়েদ কবির বাহাদুর জানান, ‘আমাদের ইউনিয়নের একই গ্রামের ২ যুবক পবিত্র মক্কায় হাজিদের সেবা করছেন যেটা অত্যন্ত আনন্দের সংবাদ। তারা আমাদের এলাকার সুনাম বৃদ্ধি করেছেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাজিদের চিকিৎসা টিমে ডা. শাকিল চিকিৎসক হিসেবে যুক্ত হয়েছেন। এ কাজ অত্যন্ত মর্যাদাপূর্ণ। তিনি এ সুযোগ পাওয়ায় আমরা আনন্দিত।

প্রসঙ্গত, ডা. আবু নাসের শাকিল উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে তিনি যোগদান করেন। চাকরিসূত্রে জেলার কচুয়া ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মেডিকেল অফিসার হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি নিজ এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী ২০১৪ সালে মক্কা বিশ্ববিদ্যালয়ে (জামেয়া উম্মুল কোরা) স্কলারশিপ পেয়ে সেখানে অনার্স ও উচ্চতর ডিপ্লোমা শেষ করেছেন। বর্তমানে তিনি পবিত্র মসজিদ আল হারাম, মক্কায় বাংলাদেশের হজ মিশনের অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অনুবাদক হিসেবে সৌদি সরকার পরিচালিত দা'ঈ ইলাল্লাহতে, বাংলাদেশ হজ মিশন, কন্ট্রোল রুম পরিচালক, আন নূর হাসপাতাল, কিং আব্দুল্লাহ হাসপাতাল, কিং ফয়সাল হাসপাতাল, কিং আব্দুল আজিজ হাসপাতাল আজইয়াদ হাসপাতাল ও সরকারি লোকাল হজ গাইড বাংলাদেশের অনুবাদক হিসেবে ৫ বছর ধরে কাজ করে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রাগিনী এমএমএস থ্রি’ সিনেমায় তামান্না ভাটিয়া (রিপিট)

রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির আদালতে 

লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস রেলে উঠেছে, ঢাকা থেকে দেরিতে ছাড়ছে ট্রেন

সাংবাদিক বিভুরঞ্জনের ময়নাতদন্ত সম্পন্ন, মেলেনি আঘাতের চিহ্ন

মেসিদের সফরে ভারতের বিশাল খরচ, কত টাকা লাগছে আর্জেন্টিনাকে আনতে?

আইটেম গানে নুসরাতের বাজিমাত

সৈকতে ভেসে এলো লাল কম্বল মোড়ানো অজ্ঞাত মরদেহ

বিয়ের আগে প্রবাসীর জীবনে নেমে এলো ভয়াবহ বিপর্যয়

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগে রমরমা বাণিজ্য

ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

১০

অল্পের জন্য রক্ষা পেলেন দুই ট্রেনের হাজারো যাত্রী

১১

আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর, মাঠে ফিরেছেন তারকা ফুটবলার

১২

দুই হাতে বল নিয়ে ঝুঁকিপূর্ণ ‘বাইক স্ট্যান্ট’, ভিডিও ভাইরাল

১৩

গোমর ফাঁস করার হুঁশিয়ারি দিলেন ঢাবি ভিসি

১৪

পাওনা ৭০০ টাকায় কাল হলো রিকশাচালকের

১৫

যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ২ বন্ধু আটক

১৬

 অমর্ত্য সেনকে কি বাংলাদেশে বের করে দেবে ভারত?

১৭

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ , যান চলাচল বন্ধ

১৮

ডিভোর্সের গুঞ্জন, মুম্বাই বিমানবন্দরে গোবিন্দ

১৯

যমুনা ব্যাংকে চাকরি, আবেদন করুন আজই

২০
X