সিরাজগঞ্জের শাহজাদপুরে মুরগীর বাচ্চাবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুবৃ্ত্তরা। এতে কাভার্ডভ্যানে থাকা সব মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। গুরুতর আহত হয়েছেন চালক।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নাজিম উদ্দিন জানান, টেটিয়ারকান্দা এলাকায় দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশনের কিছুটা সামনে মুরগীর বাচ্চাবাহী কাভার্ডভ্যান আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে করেছি।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, মাওনা শ্রীপুর থেকে পাবনাগামী এসিআই কোম্পানির মুরগির বাচ্চা বোঝাই কাভার্ডভ্যানের কেবিনে আগুন দিয়ে পালিয়ে যায় দুবৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে গাড়ির ভেতরে থাকা সব মুরগির বাচ্চা পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে কাভার্ডভ্যানের চালক আহত হয়েছেন।
মন্তব্য করুন