চট্টগ্রামের মিরসরাইয়ে হরতালের সমর্থনে ভোরে ঝটিকা মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার বারইয়ারহাট উত্তর বাজার এলাকায় দলটির নেতাকর্মীরা ব্যানার নিয়ে দুই মিনিটের ঝটিকা মিছিল করে আবার উধাও হয়ে যায়।
জানা গেছে, দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন দলের একাংশের নেতাকর্মীদের নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। ঝটিকা মিছিলের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির একাধিক নেতা।
এ বিষয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘এ ধরনের কোনো ঝটিকা মিছিলের খবর আমরা পাইনি। খবর নিচ্ছি।’
প্রসঙ্গত, মিরসরাই উপজেলা বিএনপি দীর্ঘদিন একাধিক ভাগে বিভক্ত হয়ে হয়েছে। এখানকার একটি গ্রুপের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও আরেকটি গ্রুপের নেতৃত্ব দেন সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। তাদের চলমান হরতাল অবরোধে আলাদা আলাদা কর্মসূচি পালন করতে দেখা যায়।
মন্তব্য করুন