ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

তিন সন্তানসহ একই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা উধাও

নীলফামারী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নীলফামারী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নীলফামারীর ডিমলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক উধাও হয়েছেন। সঙ্গে উধাও ওই শিক্ষিকার তিন সন্তান। ঘটনাটি ঘটেছে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামে। এ ঘটনায় বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার পর ডিমলা থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকার স্বামী মহির উদ্দিন। তবে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ওই শিক্ষিক ও শিক্ষিকার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।

অভিযুক্ত শিক্ষক সহিদুল ইসলাম (৪০) উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের বাসিন্দা এবং শামসুল হকের ছেলে। স্ত্রীসহ তিন সন্তান রয়েছে তার। শিক্ষিকা রাউছিলিয়া বেগম (৩৫) একই গ্রামের বাসিন্দা। তারা দুজনেই খড়িবাড়ি এলাকার শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর রাউছিলিয়া বেগম তার স্বামীর বাড়ি ছেড়ে তিন সন্তানসহ অভিযুক্ত সহিদুলের সঙ্গে বের হয়ে যান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাদের কোনো হদিস পায়নি। পরে স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় বুধবার তার স্বামী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই শিক্ষিকার স্বামী মহির উদ্দিন বলেন, শিক্ষক সহিদুলের স্ত্রী সন্তান থাকার পরও আমার তিন সন্তানসহ স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে গেছে। সুস্থ অবস্থায় আমার স্ত্রী- সন্তানদের আমি ফেরত চাই। শিক্ষক নামের ওই অমানুষের কঠিন বিচার চাই।

তিনি আরও বলেন, সহিদুল ইসলাম এর আগেও প্রথম স্ত্রী ও সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেছেন।

অভিযুক্ত শিক্ষক সহিদুলের প্রথম স্ত্রী বলেন, বিয়ের পর থেকেই আমার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি। যেহেতু বিয়ে করেছি সে কারণে সব মুখ বন্ধ করে সহ্য করে আসছি। বিয়ের ২০ বছর পর ২০২০ সালে রিতি নামের এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। পরবর্তী সময়ে পরিবার ও আমার অনুরোধে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন তিনি। এখন তার সহকর্মী ওই শিক্ষিকাকে তিন মাস আগে তৃতীয় বিয়ে করেছেন বলে জানতে পেরেছি।

শহীদ স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক বলেন, ঘটনা শোনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বর্তমানে ওই দুই শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজ্জাদুজ্জামান জানান, ওই দুই সহকারী শিক্ষকের বিষয়ে উপজেলা শিক্ষা কমিটির সভায় আলোচনা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ওই শিক্ষিকাসহ তার সন্তানদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের অনুদানের আবেদন শুরু

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মান্নাকে সিসিইউতে স্থানান্তর

শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা

জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসিফ

‘রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

১০

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

১১

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

১২

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

১৩

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

১৪

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

১৫

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

১৬

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

১৭

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

১৮

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১৯

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X