কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এমপির স্ত্রী স্কুলশিক্ষিকার রয়েছে কোটি টাকা, আছে ৬১৯ শতক জমিও

জাফর আলম ও তার স্ত্রী শাহেদা বেগম। ছবি : সংগৃহীত
জাফর আলম ও তার স্ত্রী শাহেদা বেগম। ছবি : সংগৃহীত

কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের স্ত্রী স্কুলশিক্ষিকা শাহেদা বেগমের নামে ৬১৯ শতক জমি রয়েছে। রয়েছে নগদ ২০ লাখ টাকাও। তিনি চকরিয়া উপজেলার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা যায়। একজন স্কুলশিক্ষিকার নামে বিপুল নগদ টাকা ও জমির মালিকানার উৎস নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে জাফর আলম নিজের নামে ব্যবসা থেকে ২৪ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা আয় দেখালেও কোন ধরনের ব্যবসা করেন সেটি উল্লেখ করেননি হলফনামায়। এ ছাড়া স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে আরও ২৮ লাখ ৭৫ হাজার ৫০১ টাকা। রয়েছে ১৮ লাখ টাকার সঞ্চয়পত্র ও ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার। ৩ লাখ ৬০ হাজার টাকার মূল্যবান জিনিসপত্র। তার দেওয়া তথ্য মতে স্ত্রীর সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৬৮ লাখ ৭১ হাজার ২৫৪ টাকা।

একজন স্কুলশিক্ষিকার নামে বিপুল পরিমাণ নগদ টাকা ও জমির মালিকানার উৎস নিয়ে জেলাজুড়ে আওয়ামী লীগ ও দলের বাইরে নেতাকর্মীদের মধ্যে চলছে সমালোচনার ঝড়। এ ছাড়া জাফর আলমের বিরুদ্ধে দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, চিংড়ি ঘের দখল, সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল, ডাকাতির অভিযোগও করছেন তারা।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘জাফর আলমের শ্বশুরবাড়ি আমার ইউনিয়নে অবস্থিত। তাদের পরিবারে জায়গাজমি নেই বললেই চলে। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার পর বদলে যায় তাদের পরিবারের ভাগ্য। এমপি পদটি তার পরিবারের জন্য আলাদিনের চেরাগ হয়ে ওঠে। তাই দলের মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করছেন তিনি। এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে সাধারণ মানুষের সম্পদ লুট করে নিজে ও স্ত্রী, কন্যা-পুত্রের নামে সম্পদের পাহাড় গড়েছেন।’

মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন বাবুল বলেন, ‘একজন স্কুলশিক্ষিকার বিপুল পরিমাণ অর্থের উৎস কী? এ প্রশ্নটি এখন সামনে চলে আসছে। আমরা বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

জানতে জাফর আলমকে ফোন করা হলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

ভারত নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

৭ অক্টোবর বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিক

ইয়ারফোন কানে না দিলে কাজে মন বসে না? অজান্তেই যে ক্ষতি করছেন

১০

ট্রাম্পের গাজা পরিকল্পনা ও যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের বার্তা

১১

অস্ট্রেলিয়া সিরিজের জন্য চমক রেখে ভারতীয় দল ঘোষণা

১২

যশোরে এক দিনে কাঁচা মরিচ কেজিতে বাড়ল ১৭০ টাকা

১৩

গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরই বোমা ফেলল ইসরায়েল

১৪

সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ

১৫

নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের উৎপত্তি হবে: সালাহউদ্দিন

১৬

ক্যারিবীয়দের উড়িয়ে তিন দিনেই ভারতের টেস্ট জয়

১৭

ডুবে যাওয়া জাহাজ থেকে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল জামায়াত নেতার

১৯

নুরের দেশে আসার সময় জানালেন রাশেদ

২০
X