হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে শেরপুর জেলা শহরের নয়আনী বাজারে ওই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। এ সময় পেঁয়াজ ক্রয়ের রশিদ, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা এবং কেজিতে দাম বেশি রাখায় শাহী ভান্ডার ও সোহাগ ট্রেডার্স নামে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দুইশ টাকা পর্যন্ত উঠেছে, এমন খবর আমাদের কাছে এসেছে। এক দিনে বাজারে মূল্য এত বৃদ্ধির কথা নয়। সরেজমিন ঘুরে সত্যতা পেয়েছি। দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং বাকিদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন