পাবনার বেড়ায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে পাবনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাঁধেরহাটে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, পাবনা-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাঁধেরহাটে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে পাবনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, ঈশ্বরদীতে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শিগগির শুরু করবে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।
মন্তব্য করুন