বরিশাল ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নের বৈধতা পেতে ড. শাম্মীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সারেন্ডার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। ছবি : সংগৃহীত

মনোনয়নের বৈধতা পেতে ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সারেন্ডার করেন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদের মনোনয়ন গত ৪ ডিসেম্বর বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। মনোনয়ন বাতিল হওয়ার পরে ড. শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার-নাগরিকত্ব সারেন্ডার করে নির্বাচন কমিশন বরাবর আপিল করেন।

মেহেন্দিগঞ্জের আওয়ামী লীগ নেতারা বলেন, অস্ট্রেলিয়ান ইলেকটোরাল কাউন্সিলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ২৯ নভেম্বর যেদিন শাম্মী আহম্মেদ মেহেন্দিগঞ্জে মনোনয়নপত্র জমা দেন তখনও তিনি অস্ট্রেলিয়ার ভোটার। যাহা প্রার্থী হিসেবে সংবিধানের ৬৬ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থি।

বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হওয়া ছাড়াও বয়স ২৫ বছরের ঊর্ধ্বে হতে হবে। এ ছাড়া অপ্রকৃতিস্থ, দেউলিয়া কিংবা দ্বৈত নাগরিকত্ব এক্ষেত্রে প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। ৬৬ ধারায় আরও উল্লেখ আছে, কোনো ব্যক্তি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হয়ে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে ও পরবর্তীতে উক্ত ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে, বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে; কিংবা অন্য ক্ষেত্রে, পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করলে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলিয়া গণ্য হবে না।

বিধি অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার আগে শাম্মী আহমেদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সারেন্ডার করার কথা থাকলেও সেটি তিনি করেননি। যখন বরিশাল নির্বাচন কমিশন থেকে মনোনয়ন যাচাই-বাছাই শেষে দ্বৈত নাগরিকত্ব থাকায় গত ৪ ডিসেম্বর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেন বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। এরপরই শাম্মী আহমেদ নিজের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সারেন্ডার জন্য আবেদন করেন। অস্ট্রেলিয়ার বাংলাদেশের দূতাবাস সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর শাম্মি আহমেদ এর নাগরিকত্ব বাতিল করেন।

নির্বাচন বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ অস্ট্রেলিয়র নাগরিকত্ব মনোনয়ন জমা দেওয়ার আগে সারেন্ডার করার কথা। তিনি সেটা না করে তথ্য গোপন করে মনোনয়ন জমা দেন। মনোনয়ন যাচাই-বাছাইতে যখন শাম্মি আহমেদের দুই দেশের নাগরিকত্ব থাকায় মনোনয়ন বাতিল হয়ে যায়। তখন তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সারেন্ডারের জন্য আবেদন করেন। সেই আবেদনের কপি দিয়েই নির্বাচন কমিশনে আপিল করেন ড.শাম্মী।

আপিলসূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর শাম্মি আহমেদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সারেন্ডার করেছে। কিন্তু সংবিধানের ৬৬ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশে অনুযায়ী শাম্মী আহম্মেদ মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সারেন্ডার করার কথা।

এ বিষয় ড. শাম্মী আহমেদ বলেন, ‘আমি বাংলাদেশের সংবিধান ও আইন মেনে সবকিছু করেছি। সংবিধান পরিপন্থি কোনো কাজ করিনি। নির্বাচন কমিশন চাইলে বিষয়টি জানতে পারবে। এটা গোপনীয় ও কঠিন কোনো বিষয় না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ড্রোন হামলা চালাল ইসরায়েল

আ.লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ অপহৃত ৩ জনকে উদ্ধার

ডিসেম্বরে ইরাকে ৩৫টির বেশি ভূমিকম্প

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

আলসার রোগীদের জন্য উপকারী কিছু পানীয়

প্রাপ্তবয়স্ক অবস্থায় যেভাবে বন্ধুত্ব গড়বেন

দেশে পরপর দুবার ভূমিকম্পের আঘাত যা বললেন আবহাওয়া গবেষক পলাশ

১০

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১১

৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১২

বিভিন্ন সুবিধাসহ চাকরি দিচ্ছে হোন্ডা

১৩

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে উদ্বেগ ৬ দেশের

১৬

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৭

আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোপুত্র গুয়েরা

১৮

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল

১৯

নিজের সাফল্য দেখে যেতে পারল না শিশু আয়েশা

২০
X