সিরাজগঞ্জ-৫ আসনে প্রতীক বরাদ্দের আগে বিধি-বহির্ভূতভাবে নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের পক্ষে প্রচার প্রচারণার অভিযোগে চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা এ আদেশ দেন।
শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো. আমিরুল মোমেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা নিষেধ থাকলেও তাজউদ্দিন আহমেদ নৌকা মনোনীত প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের পক্ষে নেতাকর্মীসহ পথসভা ও প্রচার প্রচারণা করেছেন। এ বিষয়ে অনুসন্ধানী কমিটি সরেজমিনে অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়েছে। এমন কর্মকাণ্ডে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ধারা ১১(ক)-এর লঙ্ঘন হয়েছে মর্মে প্রতীয়মান হয়।
তাজউদ্দিনের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই মর্মে রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন