মৌলভীবাজারের কুলাউড়ায় নারীকে অজ্ঞান করে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় র্যাব-৯ শ্রীমঙ্গল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কুলাউড়া থানায় তাদের সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল উপজেলা সদরের বাসিন্দা আনোয়ার মিয়া (২৮)।
জানা যায়, ৫ ডিসেম্বর দুপুরে জহুরা পারভীন চৌধুরী কুলাউড়া বাসস্ট্যান্ড এলাকায় ইউসিবি ব্যাংকে থেকে ফেরার সময় অজ্ঞান পার্টির সদস্যরা রুমালের মধ্যে চেতনানাশক পদার্থ মিশিয়ে নাক ও মুখে নিক্ষেপ করে। এতে জহুরা পারভীন চৌধুরী জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান হারানো অবস্থায় অজ্ঞান পার্টির সদস্যরা তার গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি চুরির মামলা দায়ের করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল ১১ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সদস্যদের মূলহোতা সালাউদ্দিনসহ ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন