চুয়াডাঙ্গায় কয়েক দিনের মধ্যেই শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আঞ্চলিক আবহাওয়া অফিস। ইতোমধ্যে জেলায় কমেছে তাপমাত্রার পারদ। কনকনে ঠান্ডায় অনুভূত হচ্ছে তীব্র শীত।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, ‘কয়েক দিনের মধ্যেই শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে এ জেলায়। সুতারাং তাপমাত্রা আরও কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা।’
মন্তব্য করুন