ঢাকার সাভারে গায়ে হলুদের অনুষ্ঠানে অশ্লীল কার্যকলাপে বাধা দেওয়ায় হামলা চালিয়ে এক তরুণকে কুপিয়ে জখম করেছে একদল বখাটে যুবক। আহত ওই তরুণের নাম মো. মাববুব (২২)। বর্তমানে সে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাহবুব সাভার থানা ছাত্রলীগের সহসভাপতি শামীম আহমেদের ভাতিজা।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত তরুণের পিতা মো. সামসুল হক বাদী হয়ে সাভার মডেল থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- লুৎফর মিয়ার ছেলে শাকিল, রাকিব, শাজাহানের ছেলে রিপন ও মৃত গগনের ছেলে আকাশ। তারা সবাই শ্যামপুর এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাতে আহত মাহবুবের চাচাতো ভাইয়ের বিবাহপূর্ব গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। এ সময় অভিযুক্ত যুবকেরা জোরপূর্বক অনুষ্ঠানস্থলে প্রবেশ করে নানা অশ্লীল কার্যকলাপ করতে থাকে। একপর্যায়ে মাহবুবসহ তার পরিবারের লোকজন তাদের এসব করতে বাধা দেয় এবং অনুষ্ঠান প্যান্ডেল থেকে চলে যেতে বলে। এ সময় তারা সেখান থেকে চলে গেলেও এর ঘণ্টাখানেক পর দেশি অস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে মাহবুবকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা আহত মাহবুবকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক মওদুদ কামাল কালবেলাকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন