নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ১২ হাজার পরিবারের মাঝে ৭০ হাজার মাছ বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আবদুল করিম বাবুর উদ্যোগে এ মাছ বিতরণ করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) শহরের পাইকপাড়া এলাকায় বিভিন্ন পরিবারের মাঝে এ মাছ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু ও এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান করিম রিয়েনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
আব্দুল করিম বাবু জানান, এ মাস হচ্ছে বিজয়ের মাস। তার নিজ এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার লোকজনকে আমার ব্যক্তিগত তহবিল থেকে এ মাছ বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন