হবিগঞ্জের মাধবপুরে স্টার সিরামিক নামের একটি কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কোম্পানির ক্যামিকেল গোডাউনের মৌল্ডিং ডিজাইন ঘরে হঠাৎ করে আগুনের সূত্রপাত দেখতে পান শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, মাধবপুরের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন কীভাবে লেগেছে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন