দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেন সিলেট-৩ আসন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। শেষ পর্যন্ত নৌকায় ভোট করবেন এ আসনের বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
এ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক মহাজোটের প্রার্থী হচ্ছেন বলে বেশ গুঞ্জন ছিল। রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচনী এলাকায় খবর ছড়িয়ে পড়ে আতিকই হচ্ছেন মহাজোটের প্রার্থী। কিন্তু রাতে সব শঙ্কাকে দূর করে আসন ভাগাভাগির হিসাব-নিকাশ থেকে রক্ষা পেলেন গত উপনির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী এবং এবারের নৌকার মাঝি এমপি হাবিবুর রহমান হাবিব।
জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় ২৬টি আসন পেয়েছে জাতীয় পার্টি (জাপা)। গুঞ্জন উঠে- এর মধ্যে একটি সিলেট-৩। নির্বাচনে এ আসনগুলোতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী থাকবে না। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রোববার বিকালে জানা যায়, আসনটি ছাড়তে হচ্ছে না আওয়ামী লীগকে।
জাপার সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা হয়েছে এবং নির্দিষ্ট আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য মো. আতিকুর রহমান আতিক। তিনি গত উপনির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২৪ হাজার ৭৫২ ভোট পান এবং নৌকা প্রতীক নিয়ে হাবিবুর রহমান হাবিব ৯০ হাজার ৬৪টি ভোট পেয়ে নির্বাচিত হন।
উল্লেখ্য, সিলেট-৩ আসনটি একসময় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে দলের প্রতিষ্ঠাতার মৃত্যু, দলীয় কোন্দল ও কার্যক্রমে স্থবিরতার কারণে আসনটিতে এখন আর সে অবস্থান নেই জাতীয় পার্টির। ফলে সিলেট-৩ আসন পুনরুদ্ধার করা জাতীয় পার্টির জন্য অনেক কঠিন হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
মন্তব্য করুন