৩০০টি আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকার প্রার্থী মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টিকে ২৬টি আসন এবং ১৪ দলকে ৬ আসন ছেড়ে এসব আসন থেকে নিজেদের নৌকার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে দলটি। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া এসব আসনে জোটের প্রার্থীরা নৌকা প্রতীক কিংবা তাদের নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন।
ইতোমধ্যে আওয়ামী লীগ আসন সমঝোতার বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে। ফলে এই ৩২ আসনে নৌকার প্রার্থীদের কপাল পুড়েছে। নৌকা পেয়ে হারানোর এই যাত্রা শুরু হয়েছে ঝালকাঠি-১ আসন থেকে।
বিএনপি থেকে সরে আসা শাহজাহান ওমরকে ঝালকাঠি-১ আসনে নৌকা দিয়েছে আওয়ামী লীগ। যদিও মনোনয়ন ঘোষণার সময় এ আসনে নৌকা পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য বজলুল হক হারুন।
১৪ দলকে আসন ছাড়তে গিয়ে বরিশাল বিভাগে নৌকা বঞ্চিত হয়েছে ৫ জন প্রার্থী।
নৌকা পেয়ে হারিয়েছেন- বরিশাল-২ আসনে তালুকদার মোহাম্মদ ইউনূস, বরিশাল-৩ আসনে সরদার মো. খালেদ হোসেন, পিরোজপুর-২ আসনে কানাই লাল বিশ্বাস, পিরোজপুর-৩ আসনে মো. আশরাফুর রহমান এবং পটুয়াখালী-১ আসনে মো. আফজাল হোসেন।
মন্তব্য করুন