লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০১:০৭ এএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে গাছে বেঁধে যুবককে `পেটালেন' ইউপি সদস্য

লক্ষ্মীপুরে গাছে বেঁধে যুবককে `পেটালেন' ইউপি সদস্য

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিরোধের জেরে এক যুবককে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মো. সুমন নামের ৩৫ বছর বয়সী এক যুবকের উপর এ নির্যাতন চালানো হয় বলে রামগতি থানার ওসি আলমগীর হোসেন জানান।

সুমন উপজেলার চরবাদাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ রাজীবের বড় ভাই এবং একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবুল বাশারের ছেলে। তার বাড়ি চরবাদামের ৬ নম্বর ওয়ার্ডের পূর্বচরসীতা গ্রামে।

অভিযোগের মুখে থাকা আব্দুর রহিম চরবাদাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও ভুক্তভোগী সুমন জানায়, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সুমনদের এলাকার পঞ্চায়েত বাড়ির জামে মসজিদের সামনের রাস্তায় দুটি অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি আসে। এক পর্যায়ে পুলিশ পরিচয় দিয়ে মামলা আছে বলে তারা সুমনকে তুলে নিয়ে যায়। পরে সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভুলুয়া নদীর পাশে ফিরোজ মিয়ার প্রজেক্ট এলাকায় একটি নির্জন স্থানে সুমনকে নিয়ে যাওয়া হয় এবং গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। সেখানে তার মোবাইল থেকেই ইউপি সদস্য আবদুর রহিমকে ফোন দেওয়া হয়। কিছুক্ষণ পর আবদুর রহিম ঘটনাস্থলে যান।

পরে তার নির্দেশনায় সুমনকে উলঙ্গ করে তার শরীরে পিঁপড়া দেওয়া হয়। এ সময় আবদুর রহিম ও তার অনুসারীরা সুমনকে এলোপাতাড়ি লাথি-ঘুষি মারতে থাকে। প্রায় তিন ঘণ্টা তাকে উলঙ্গ করে রাখা হয় এবং মুখে কাঁদা ঢুকিয়ে দেওয়া হয়। এক পর্যয়ে সুমন বমি করে দেন। এ সময় ফের তার মুখে লতাপাতা ঢুকিয়ে দেওয়া হয়। পরে মুখে কালো কাপড় বেঁধে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আব্দুর রহিম ও তার লোকজন।

সুমন জানান, এরই মধ্যে তার পরিবারের লোকজন থানা ও ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে যে পুলিশের কেউই তাকে আটক করেনি। পরে পরিবার ও স্বজনরা খোঁজাখুঁজি করে ঘটনাস্থলে তাকে দেখতে পায়। খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার দুপুরে তাকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়।

তিনি বলেন, ‘আব্দুর রহিম ঘটনাস্থলে যাওয়ার পরপরই আমার ওপর নির্যাতন শুরু করা হয়। ঘটনার সময় আমি বারবার আব্দুর রহিম ও তার লোকজনের কাছে পানি চেয়েছি। কিন্তু তারা আমাকে পানি দেয়নি। বরং তারা আমাকে হত্যার চেষ্টা করেছে।’

সুমনের বড় ভাই ছাত্রলীগ নেতা আব্দুল মাজেদ রাজীব বলেন, ‘রাজনৈতিক ঘটনা নিয়ে আব্দুর রহিমের সঙ্গে আমার বিরোধ চলছে। গত ডিসেম্বরে তিনি আমার হাত ভেঙে দেন। এ ঘটনার দায়ের করা মামলায় আব্দুর রহিম আটদিন জেল খেটে জামিনে বের হন। এরপর তিনি বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়েছেন।’

রাজিবের দাবি, তার সঙ্গে শত্রুতার জের ধরেই আব্দুর রহিম সুমনকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে রাজীবের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন ইউপি সদস্য আব্দুর রহিম।

তিনি বলেন, ‘এ ঘটনায় আমি কিছুই জানি না। পূর্ব শত্রুতার জের ধরে আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ করা হচ্ছে। ছাত্রলীগ নেতা রাজীব তার ভাইকে দিয়ে নাটক সাজিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে।‘

এ বিষয়ে রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল বলেন, ‘ঘটনাটি শুনেছি। আব্দুর রহিমের সঙ্গে রাজীবের পূর্ব বিরোধ রয়েছে।’

ওসি আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাওয়া কি নেককার হওয়ার লক্ষণ?

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

১০

সিলেটের সাদা পাথরকাণ্ডে ১০ সুপারিশ

১১

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

১২

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

১৩

দোকানে গেলেই মিলবে একাকিত্ব দূর করার উপায়    

১৪

বিচারক-রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

১৫

দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির সেক্রেটারি

১৬

জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

১৭

বোরকা পরা ছাত্রীদের ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানোকে ঘিরে বিতর্ক

১৮

উদ্বেগ জানালেন আজহারি

১৯

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

২০
X