পাঁচ বছর পর বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে এসেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সভানেত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সিলেটবাসী। ইতোমধ্যে জনসভাস্থলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসছে। তারা প্রধানমন্ত্রীর বার্তার অপেক্ষায় অপেক্ষমাণ।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পুরো সিলেট নগরী নতুন সাজে সাজানো হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন ও রাস্তা সংস্কার করা হচ্ছে। তবে, পূর্বে প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে সিলেটজুড়েই বর্ণিল সাজ ও চারদিকে বিলবোর্ড, ফেস্টুন, পোস্টারে সয়লাব হয়ে যেত। নির্মাণ করা হতো সুবিশাল মঞ্চ। কিন্তু এবার তা একেবারেই ভিন্ন। নির্বাচন উপলক্ষে এবারের সিলেট সফরে চিরচেনা সেই দৃশ্যপট পাল্টে গেছে। ইতোমধ্যে সিলেটের আলিয়া মাদ্রাসার জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসভার মঞ্চ তৈরির ক্ষেত্রেও নির্বাচনী আচরণবিধি মেনে মাঠের পূর্ব দিকে নির্মিত মঞ্চে সর্বসাকুল্যে ৩০০ চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি অনুযায়ী, বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিমানে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে পৌঁছেই তিনি সিলেটের দুই ওলির মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের পর মধ্যাহ্নভোজ শেষে নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।
শেখ হাসিনার আগমন উপলক্ষে পুরো সিলেট নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
জানা যায়, ২০১৮ সালের নির্বাচনের আগে প্রচারণা সিলেট থেকে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পাঁচ বছরের মধ্যে রাজনৈতিকভাবে দ্বিতীয় সফর আজ। এর আগে তিনি ২০২২ সালে সিলেটে ভয়াবহ বন্যার সময় হেলিকপ্টারে সিলেট এসেছিলেন।
দলীয় সূত্র বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের মুহূর্তে এটি সিলেট বিভাগের একমাত্র জনসভা, যেখানে দলের প্রধান শেখ হাসিনা সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। নেতাকর্মীদের দেবেন নানা নির্দেশনা, ভোট চাইবেন সিলেটবাসীর কাছে। এজন্যে এই জনসভায় ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট নগরীর ওয়ার্ডসমূহ ছাড়াও সিলেট জেলার সকল উপজেলা, এমনকি পার্শ্ববর্তী সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকেও নেতাকর্মীরা মিছিল-শোডাউন করে জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছেন দলের নেতারা।
এ ব্যাপারে সিলেট মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, প্রধানমন্ত্রীর সিলেট আগমন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় চার হাজার একশজন পুলিশের ফোর্স মোতায়েন আছে।এ ছাড়াও বিভিন্ন বাহিনীর সদস্যরা পোশাক পরিহিত ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন