বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে হাত-পা ভেঙে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে সোমবার (১৮ ডিসেম্বর) কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের পিটিআই স্কুলমাঠে এক নির্বাচনী সভায় তিনি ওই নির্দেশ দেন বলে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ব্যাখ্যা চেয়ে চিঠি দেন। আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায় অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তাকে অথবা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বক্তব্যে তিনি বলেন, ‘যদি কোনো বিএনপি ও জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায়, তার হাত-ঠ্যাং ভেঙে দিবেন আপনারা। আমি আ ক ম বাহাউদ্দিন আপনাদের সাথে আছি। আজ ভয়ের কোনো কারণ নেই। ৭ তারিখে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে আমার কুমিল্লার মানুষ। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আমাদের গণতন্ত্র রক্ষা করব, আমাদের উন্নয়নকে রক্ষা করব। ৭ তারিখ ভোট, বিএনপিওয়ালারা ভোট করত না। কেনো ফেল করবে। আর কোনো কারণ আছে কি। এই গত ১৫ বছরে আমি আমার একটা স্কুল নেই, যেখানে কাজ করিনি। আমার নির্বাচনী এলাকার যত স্কুল আছে, যত কলেজ আছে, যত মাদ্রাসা আছে; একটা স্কুল, কলেজ মাদ্রাসা নেই যেখানে আমার কাজ হয়নি। একটা মসজিদ নাই যেখানে আমি টাকা দেই নাই, একবার, দুবার, তিনবার। আজকে যখন আমি শহরে বের হই। আমি নিজেও চিন্তা করি কীভাবে সম্ভব, এত কাজ করা, কীভাবে। একভাবেই শুধু সম্ভব, আমি আপনাদের ভালোবাসি। সেই সকাল থেকে আরম্ভ হয় আমার কাজ। রাত্র ৮টা, ৯টা, ১০টা পর্যন্ত আমি মানুষের জন্য কাজ করি।’
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তার (আ ক ম বাহাউদ্দিন) কাছে ব্যাখ্যা চেয়েছে অনুসন্ধান কমিটি।
মন্তব্য করুন