কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হজরত আলী বিপ্লব ওয়াসীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ওসি মাসুদুর রহমান।
এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে ওয়াসীরের নিজ উপজেলার মিনাবাজার (রূপার খামার) থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বর মাসে তার বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি বলেন, নাশকতার মামলায় গত রাতে তাকে উলিপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন