কক্সবাজারের পেকুয়ায় আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২৫ লক্ষাধিক টাকার। কেউ হতাহত না হলেও আগুনে রক্ষা পায়নি গৃহপালিত হাঁস, মুরগি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা মুজিবকিল্লা এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, জেলা পরিষদের সদস্য শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, বারবাকিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম।
স্থানীয় ইউপির নারী সদস্য জাহানারা বেগম বলেন, গভীর রাতে মুজিবকিল্লায় খোরশেদা বেগমের বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ইব্রাহিম, নুরুল আবছার, নুরুল হোসেন, শাহিন, বদিউল আলম, হুমায়ন, হানু আক্তার, দেলোয়ার, কবির আহমদ, রেজিয়া বেগম, তৌহিদ, জাফর আলম, সোহেল ও রহিমা বেগমের বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারে ১৫ বস্তা চাল সহায়তা করেছেন বলে জানান। এছাড়া সালাহ উদ্দিন নামের এক সৌদি প্রবাসী তাদের নগদ অর্থ সহায়তাও করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তৌহিদুল ইসলাম বলেন, হঠাৎ ভোররাতে পাশের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আমাদের শেষ করে দিয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক না আসলে অন্তত আরও ১৫টি বাড়ি আগুনের থাবা থেকে রক্ষা পেত না। এখন আমরা খোলা আকাশের নিচে বাস করছি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পেকুয়ার স্টেশন ইনচার্জ শফিউল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত। আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করেছি। এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন