বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ এএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ৭ বিদেশি পিস্তল জব্দ, আটক ১

অভিযানে অস্ত্রের বড় চালান জব্দ করা হয়েছে। ছবি: কালবেলা
অভিযানে অস্ত্রের বড় চালান জব্দ করা হয়েছে। ছবি: কালবেলা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রের বড় একটি চালান জব্দ করেছে বিজিবি । দুটি পৃথক অভিযানে ৭টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন, মেশিনগান ও পিস্তলের ২৯৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় রুমি বেগম নামে এক নারীকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বুধবার (২০ ডিসেম্বর) অস্ত্রের দুটি চালান সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত দিয়ে দেশে ঢুকবে– এমন তথ্য পান তারা। পরে তার নেতৃত্বে চকপাড়া সীমান্তের ঊনিশবিঘী এলাকার একটি আম বাগানে অভিযান চালায় বিজিবির দল। তাদের উপস্থিতি টের পেয়ে ওই সময় চোরাকারবারিরা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ছয়টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি এবং ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

বিজিবি জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে অস্ত্রগুলো আনা হচ্ছিল বলে গোয়েন্দা তথ্য রয়েছে। বুধবার বিজিবি দিবস উদযাপন এবং নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার, মাঠ পর্যায়ের প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সঙ্গে রাজশাহীতে বিজিবির মতবিনিময় সভার সুযোগ নেওয়ার চেষ্টা করে চোরাকারবারিরা। অস্ত্র উদ্ধারের পর সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান জানান, মেশিনগানের মতো ভারী অস্ত্রের গুলি উদ্ধারের ঘটনা উদ্বেগজনক। অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১০

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১১

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১২

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৩

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৪

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৫

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৬

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১৭

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৮

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৯

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

২০
X