চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ এএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ৭ বিদেশি পিস্তল জব্দ, আটক ১

অভিযানে অস্ত্রের বড় চালান জব্দ করা হয়েছে। ছবি: কালবেলা
অভিযানে অস্ত্রের বড় চালান জব্দ করা হয়েছে। ছবি: কালবেলা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রের বড় একটি চালান জব্দ করেছে বিজিবি । দুটি পৃথক অভিযানে ৭টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন, মেশিনগান ও পিস্তলের ২৯৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় রুমি বেগম নামে এক নারীকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বুধবার (২০ ডিসেম্বর) অস্ত্রের দুটি চালান সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত দিয়ে দেশে ঢুকবে– এমন তথ্য পান তারা। পরে তার নেতৃত্বে চকপাড়া সীমান্তের ঊনিশবিঘী এলাকার একটি আম বাগানে অভিযান চালায় বিজিবির দল। তাদের উপস্থিতি টের পেয়ে ওই সময় চোরাকারবারিরা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ছয়টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি এবং ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

বিজিবি জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে অস্ত্রগুলো আনা হচ্ছিল বলে গোয়েন্দা তথ্য রয়েছে। বুধবার বিজিবি দিবস উদযাপন এবং নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার, মাঠ পর্যায়ের প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সঙ্গে রাজশাহীতে বিজিবির মতবিনিময় সভার সুযোগ নেওয়ার চেষ্টা করে চোরাকারবারিরা। অস্ত্র উদ্ধারের পর সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান জানান, মেশিনগানের মতো ভারী অস্ত্রের গুলি উদ্ধারের ঘটনা উদ্বেগজনক। অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১০

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১১

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১২

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৩

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৪

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৫

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৬

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৭

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৮

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৯

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

২০
X