চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ এএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ৭ বিদেশি পিস্তল জব্দ, আটক ১

অভিযানে অস্ত্রের বড় চালান জব্দ করা হয়েছে। ছবি: কালবেলা
অভিযানে অস্ত্রের বড় চালান জব্দ করা হয়েছে। ছবি: কালবেলা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রের বড় একটি চালান জব্দ করেছে বিজিবি । দুটি পৃথক অভিযানে ৭টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন, মেশিনগান ও পিস্তলের ২৯৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় রুমি বেগম নামে এক নারীকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বুধবার (২০ ডিসেম্বর) অস্ত্রের দুটি চালান সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত দিয়ে দেশে ঢুকবে– এমন তথ্য পান তারা। পরে তার নেতৃত্বে চকপাড়া সীমান্তের ঊনিশবিঘী এলাকার একটি আম বাগানে অভিযান চালায় বিজিবির দল। তাদের উপস্থিতি টের পেয়ে ওই সময় চোরাকারবারিরা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ছয়টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি এবং ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

বিজিবি জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে অস্ত্রগুলো আনা হচ্ছিল বলে গোয়েন্দা তথ্য রয়েছে। বুধবার বিজিবি দিবস উদযাপন এবং নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার, মাঠ পর্যায়ের প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সঙ্গে রাজশাহীতে বিজিবির মতবিনিময় সভার সুযোগ নেওয়ার চেষ্টা করে চোরাকারবারিরা। অস্ত্র উদ্ধারের পর সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান জানান, মেশিনগানের মতো ভারী অস্ত্রের গুলি উদ্ধারের ঘটনা উদ্বেগজনক। অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

হিমেল বাতাসে ১৩ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা

নিরাপদ থাকতে ব্রাউজারে যা ব্যবহার করবেন

তোপের মুখে রাম চরণের স্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল

মুগ্ধতা ছড়াচ্ছে হাইড্রোলিয়া জেইলানিকা ফুল

শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কার বিপক্ষে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চায়ের দোকানে থাকা ৪ জন দগ্ধ

চালু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১০

৩৬ ঘণ্টার হরতাল চলছে

১১

নাশতার জন্য সেরা ১২ খাবার

১২

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৩

৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক

১৪

ক্যানটিন থেকে তুলে নিয়ে রাবির ২ শিক্ষার্থীর ওপর হামলা

১৫

আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

১৬

নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী

১৭

সেলস অ্যাডমিন বিভাগে নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

১৮

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৫

১৯

নাসির গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

২০
X