আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবার পীর মাশায়েকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা পীরপাড়ায় নির্বাচন উপলক্ষে পীর মাশায়েকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন কণ্ঠশিল্পী মমতাজ।
মতবিনিময় সভায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আপনাদের দরবারে দরবারে গান করতে করতে বড় হইছি। কোন ওলি আউলিয়ার দোয়ায় হইছে জানি না। তবে আপনাদের দোয়ায়ই আজ আমি শিল্পী থেকে এমপি হইছি।’
পীর মাসায়েকদের উদ্দেশ্যে মমতাজ বেগম আরও বলেন, ‘আপনাদের তো আর স্লোগান ধরে ভোট চাইতে হবে না। আপনাদের যারা ভক্ত আছেন, তাদের শুধু ডেকে যদি বলেন, যে তরিকায় আছি, এ তরিকার মেলা, খেলা, আনন্দ, এবাদত বন্দিগী যা আমরা করি; এটাকে টিকাতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় ভোট দিতে হইব। এই কথাটা আমার জন্য বলার দরকার নেই। শেখ হাসিনার জন্যও বলার দরকার নেই। আপনাদের অস্তিত্বটাকে ধরে রাখার জন্যই বলা দরকার। তাই বলব, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা আওয়ামী লীগের নৌকার পাশে থাকবেন। জাতির জনকের নৌকার পাশে থাকবেন। শেখ হাসিনার পাশে থাকবেন। উন্নয়নের ধারাবাহিকতার জন্য নৌকায় দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে সার্বিক সহযোগিতা করবেন।’
তিনি বলেন, ‘অনেক দিন ধরেই একটা মহল আমার নৌকাকে সরানোর চেষ্টা করে চলছে। প্রায় এক থেকে দেড় বছর আগে থেকেই একটি মহল কোটি কোটি টাকা খরচ আমাকে নৌকা থেকে সরানোর চেষ্টা করছে। যাতে করে আমি নৌকাটা না পাই। এতে আমার কোনোদিনই তেমন কোনো চাপ ছিল না।’
তিনি আরও বলেন, ‘আমি রাজনীতিই করি মানুষের সেবার জন্য। আমি রাজনীতিটাই করতে আসছি সেবামূলক রাজনীতি। আমার কাজ হলো মানুষের সেবা করা। এখানে তো জোড়াজুড়ির কিছু নেই। আমাকে যদি দায়িত্ব দেয় তাহলে আমি করতে পারব। আর না দিলে বড় আকারের কিছু করতে না পারলেও ছোট্ট পরিসরে করতে তো আমাকে কেউ নিষেধ করবে না। কারণ এমপি হওয়ার আগে থেকেই আমি আমার গানের পয়সা দিয়ে যতটুকু পারছি, মানুষের সেবা করে যাচ্ছি।
মমতাজ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও আমাকে আপনাদের সেবা করার সুযোগটা দিয়েছেন। তাই তিনি আমাকে টানা তৃতীয়বারের জন্য নৌকা প্রতীকে মনোনীত করেছেন। এটাও আমি কত দূর কি করতে পারব, সেটাও আপনাদের ওপরেই নির্ভর করছে।’
মমতাজ আরও বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আপনাদের দরবারে দরবারে গান করতে করতে বড় হইছি। কোন ওলি আউলিয়ার দোয়ায় হইছে জানি না। তবে আপনাদের দোয়ায়ই আজ আমি শিল্পী থেকে এমপি হইছি।’
মতবিনিময় সভায় জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারাসহ বিভিন্ন এলাকার পীর মাসায়েক ও ভক্তরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন