শাহিন হোসেন, অভয়নগর (যশোর)
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মাঘ মাসের অপেক্ষায় সরিষা চাষিরা

যশোরের অভয়নগরে একটি সরিষা ক্ষেত। ছবি : কালবেলা
যশোরের অভয়নগরে একটি সরিষা ক্ষেত। ছবি : কালবেলা

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। এবার এখানে সরিষার বাম্পার ফলন হওয়ার আশা করছেন চাষিরা। এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুকূল আবহাওয়া আর যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঘ মাসের শুরুতে ক্ষেত থেকে সরিষা তোলা শুরু হবে।

অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। উপজেলায় ২ হাজার ১১০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এ অঞ্চলের কৃষকরা সাধারণত ছয়টি জাতের সরিষা আবাদ করে থাকেন। সেগুলো হচ্ছে উচ্চফলনশীল বিনা সরিষা ৪, বিনা-৯, বিনা-১১, সরিষা বারী-৯, বারী-১৪, বারী-১৫, বারী-১৭, বারী-১৮, বুলেট, টরি-৭ ও পাঞ্জাবজটা জাতের সরিষা।

উপজেলার বাঘুটিয়া, শ্রীধরপুর, ধোপাদী, সিরাজকাটি ও প্রেমবাগ এলাকায় সরেজমিনে দেখা যায়, ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। মাঠে পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। দিগন্তজোড়া মাঠে কেবল হলুদের আধিক্য।

যতদূর চোখ যায় কেবল হলুদের সমারোহ চোখে পড়ে। চোখ জোড়ানো নয়নাভিরাম এ দৃশ্যভ্রম হতে পারে যে প্রকৃতির গায়ে যেন হলুদ চাদর জড়িয়ে দিয়েছে কেউ। গত কয়েক বছর করোনার প্রাদুর্ভাব, প্রতিকূল আবহাওয়া ও প্রকৃতিক দুর্যোগে নাস্তানাবুদ কৃষকরা এবার যেন দুরাশার মেঘ সরিয়ে চোখে মুখে হাসি ফুটিয়েছেন।

জানা গেছে, এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ। সেই সঙ্গে আশায় বুক বেঁধেছেন চাষিরা। অনুকূল আবহাওয়া, কৃষি বিভাগের প্রণোদনা ও তদারকি এবং কৃষকদের ঐকান্তিক চেষ্টায় এবার উপজেলায় সরিষা চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। দিগন্ত জুড়ে সরিষা ফুলের হাসির সঙ্গে কৃষকের হাসি যেন একাকার হয়ে আছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলার ২ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যেখানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬০ হেক্টর জমিতে বেশি সরিষার চাষ করেছেন চাষিরা, যা ইতিপূর্বের রেকর্ড ভঙ্গ করেছে।

এদিকে কৃষি সম্প্রসারণ অফিস সূত্র আরও জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ১১০ মেট্রিক টন।

উপজেলার সবুজবাগ গ্রামের সরিষা চাষি কামাল হোসেন জানান, এবার সরকারি সাহায্য-সহযোগিতায় ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন তিনি। আশা করছেন এবার বাম্পার ফলন পাবেন।

সিরাজকাটি গ্রামের সরিষা চাষি মোজাফফার হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার ফলন অনেক বেশি। দামটাও ভালো পাওয়া যাবে বলে প্রত্যাশা তার।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, এ উপজেলায় গত বছরে আবাদি জমি ছিল ১২ শ হেক্টর। সেখানে এবার চলতি বছরে আবাদি জমি দাঁড়িয়েছে ২ হাজার ১১০ হেক্টর। বারী সরিষা যে জাত আছে, সেটাতে তেলের পার্সেন্ট বেশি। এই বারী সরিষা জাতটি কৃষকরা রোপণ করছেন বেশি। ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরকারি প্রণোদনার আওতায় কৃষকদের বীজ, সার, কীটনাশক দিয়ে সহায়তা করা হয়েছে। এবার অভয়নগরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার রেকর্ড আবাদ হয়েছে। ফলনও রেকর্ড ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোচালকদের মিষ্টি বিতরণ

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

১০

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু অবরোধ

১১

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

১২

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মার চরে জমজমাট ইলিশের বাজার

১৩

রাজশাহী ও বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

১৪

যেসব সাধারণ কারণে পুরুষদের পেলভিক ব্যথা হয়

১৫

হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে : দুদক চেয়ারম্যান

১৬

জামায়াত কর্মী মহিবুর হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

১৭

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার দাবি

১৮

চুরির অভিযোগে আটকদের আনতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি

১৯

১৮ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে ইসি

২০
X