বিএনপির অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় লালমনিরহাটে নুরুজ্জামান নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে শহরের সেনামৈত্রী হকার্স মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ইউনিয়নের হাড়িভাঙ্গা এলাকার মৃত শমসের আলীর ছেলে।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, সরকারবিরোধী লিফলট বিতরণের সময় গোয়েন্দা পুলিশ নুরুজ্জামান নামে এক বিএনপি নেতাকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির লিফলেট বিতরণের সময় পুলিশের সাথে কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের ধস্তাধস্তি ঘটনা ঘটে। এসময় উপজেলার প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকায় বিএনপির পূর্ব ঘোষিত ডাকা কর্মসূচিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় ওই ধস্তাধস্তির ঘটনা ঘটে।
কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, এই আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোন প্রহসনের নির্বাচনে বিএনপি যাবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই নির্বাচন বর্জন করব। যে দেশে নির্বাচনের ফলাফল আগে বোঝা যায় সে দেশে নির্বাচন কী হবে তা আর জনগণের বুঝতে বাকি নাই।
তবে হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, তাদের কোনো বাধা প্রদান করা হয়নি। আর তাদের সাথে পুলিশের কোনো ধস্তাধস্তির ঘটনাও ঘটেনি।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, লিফলেট বিতরণ শেষে বাসায় আসার সময় বিএনপি নেতা নুরুজ্জামানকে আটক করছে সাদা পোশাক পরিহিত পুলিশ। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা জানানে হয়নি। এদিকে হাতিবান্ধায় লিফলেট বিতারণের সময় অকারণে বিএনপির কেন্দ্রীয় নেতাকে পুলিশ বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
মন্তব্য করুন