রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩৩
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাট-১ আসনে নৌকা-ঈগলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

লালমনিরহাট-১ আসনে আ.লীগ প্রার্থী মোতাহার হোসেন (বামে) ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (ডানে)। ছবি : কালবেলা
লালমনিরহাট-১ আসনে আ.লীগ প্রার্থী মোতাহার হোসেন (বামে) ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (ডানে)। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে নৌকা ও ঈগলের মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এম পি লে. কর্নেল (অব.) মোতাহার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী পরিকল্পনাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য এমডি আতাউর রহমান প্রধানের মধ্যে তীব্র লড়াই হবে বলে মনে করছে নির্বাচন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা যায় গেছে, এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহার হোসেন নৌকা প্রতীকে ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হয়। তবে স্থানীয় ভোটাররা জানিয়েছেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহজে জয় হবে না।

লালমনিরহাট-১ আসনে ৫ জন প্রার্থী রয়েছে। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মোতাহার হোসেন, স্বতন্ত্র প্রার্থী হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ট্রাক মার্কার আমজাদ হোসেন তাজু, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ঈগল মার্কার পাটগ্রামের আতাউর রহমান প্রধান, হাতীবান্ধার ইসলামী ফ্রন্টের প্রার্থী মোমবাতি মার্কার আজম আজাহার হোসেন ও হাতীবান্ধার জাসদের প্রার্থী মশাল মার্কার হাবিব মো. ফারুক।

পাঁচ প্রার্থী থাকলেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন নৌকা মার্কার মোতাহার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সোনালি, রুপালি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সাবেক এমডি ঈগল মার্কার আতাউর রহমান প্রধান।

প্রার্থীদের জমজমাট প্রচারে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা সরগরম। সকাল থেকে সভাসমাবেশ, গণসংযোগ করছেন এ দুই প্রার্থী। অন্য প্রার্থীদের তেমন চোখে পড়ছে না।

বর্তমানে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের সঙ্গে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মামুন, আওয়ামী লীগ নেতা প্রভাষক সরওয়ার হায়াত খাঁন, প্রভাষক আলী আকতার গোলাম কিবরিয়া ও পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছাত্র নেতা কাজী আসাদসহ বেশকিছু নেতাকর্মীরা নৌকার বিপক্ষে ঈগল মার্কায় ভোট চাইছেন। কারণ হিসেবে তারা জানায়, নৌকার বিপক্ষে নয় আমরা ব্যক্তির বিপক্ষে ভোট চাইছি।

জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের বিরুদ্ধে এবার প্রকাশ্যে অবস্থান নিতে দেখা গেছে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে। তাদের দাবি মোতাহার হোসেন ‘ব্যক্তি স্বার্থ দেখেন, সাধারণ কর্মী ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেন না। দলে মূল্যায়ন নেই। সঠিক জায়গায় স্থান নেই।

নৌকা মার্কার প্রার্থী মোতাহার হোসেন বলেন, ‘এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ, কালর্ভাট, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ভাতাসহ অসংখ্য কাজ করা হয়েছে। নেতাকর্মীরা মূল্যায়িত হচ্ছে।’

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন, ‘মানুষের সেবা করার জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। সাধারণ মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছে। নির্বাচনী প্রচারে বাধার সম্মুখীন হচ্ছি। ইতোমধ্যে আমার চারটি নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের মারধর করা হয়েছে। পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। প্রশাসনকে জানানোর পরও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।’

হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান ভেলু বলেন, ‘নৌকার বিপক্ষে নয়, আমরা ব্যক্তির বিপক্ষে ভোট চাইছি।’

বীর মুক্তিযোদ্ধা এএইচ এম সালাউজ্জামান ফারুক বলেন, নৌকা স্বাধীনতার মার্কা, জনগণের ভাগ্য ফেরাতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।

লালমনিরহাট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৯৯২ জন। এর মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৩৪৭ মহিলা ও ১ লাখ ৮৮ হাজার ৬০৪ জন পুরুষ ভোটার রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১০

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১১

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১২

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৩

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

১৪

আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

১৬

আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনই অগ্রাধিকার হবে : তারেক রহমান

১৭

এআই ফটোকার্ডের বিভ্রান্তি মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই

১৮

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে : আবু আশফাক

১৯

অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল, অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

২০
X