সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিককে হাত কাটার হুমকি : যুবলীগ নেতাসহ আটক ২

ভুক্তভোগী সাংবাদিক ইয়ারব হোসেন। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী সাংবাদিক ইয়ারব হোসেন। ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় সাংবাদিককে আ.লীগের অফিসে লাঞ্ছিত করার ঘটনা ও হাত কাটার হুমকি দেওয়ায় যুবলীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। লাঙল প্রতীকের প্রার্থীকে নিয়ে সংবাদ প্রকাশ করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক ইয়ারব হোসেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশুর সমর্থক সাতক্ষীরা সদরের গোবিন্দকাটি গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল খালেক শেখ ও তার ভাই মিলন শেখ।

অপরদিকে, লাঞ্ছিতের শিকার ইয়ারব হোসেন দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ও স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পৃক্ত। তিনি সাতক্ষীরা সদরের তুজুলপুর গ্রামের ইছাহাক মোড়লের ছেলে।

ইয়ারব হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সমর্থক স্থানীয় ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক অমন্দ্র নাথ ঘোষসহ তিনজন ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগ অফিসে যায়। কিছুক্ষণ পর সেখানে চাঁদাবাজ ও যুবলীগ নেতা আব্দুল খালেক ও তার ভাই মিলন এসে আপত্তিকর ভাষায় গালাগাল করতে থাকেন।

তিনি বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই লাঙল প্রতীকের কর্মী আব্দুল খালেক বলতে থাকে- লাঙলের প্রার্থীকে নিয়ে নিউজ করেছিস? তোরে আজকে পেয়েছি, আজকে তোরে শেষ করে দেব। তুই লাঙল প্রার্থীর বিরুদ্ধে রিপোর্ট করিস, তোর হাত কেটে দেব। এসব বলে তারা আমাদের পেশিশক্তি প্রয়োগ করে সেখান থেকে আমাকে মারপিট করে বের করে দেয়।

ইয়ারব আরো বলেন, পরবর্তীতে বিষয়টি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর থানা পুলিশকে জানালে পুলিশ অভিযুক্তদের আটক করে। এ ছাড়া ঘটনাস্থল থেকে আমরা চলে আসার সময় তারা পুলিশের সামনেই আমাদের প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে রাতেই থানাতে এজাহার জমা দিয়েছি।

ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমন্দ্র নাথ ঘোষ বলেন, আওয়ামী লীগের অফিসকে তারা জাতীয় পার্টির অফিসে পরিণত করেছে। আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই সুবাদে আওয়ামী লীগের অফিসে নিয়মিত যাতায়াত করি। নির্বাচন উপলক্ষে আ.লীগের অফিসে গেলে সেখানকার তথাকথিত নামধারী চাঁদাবাজ খালেক শেখ লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মানবজমিনের সাংবাদিক ইয়ারব হোসেনসহ আমাদের কয়েকজনকে অশ্লীলভাবে গালিগালাজ করতে করতে মারপিট করে অফিস থেকে বের করে দেয়। একই সঙ্গে ফোন করে জাতীয় পার্টির লোকজনকে আসতে বলে। পরিস্থিতি সংঘাতের দিকে রূপ নেবে বিধায় তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে পুলিশ এসে তাদের আটক করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটি পরে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কথাগুলো পুরুষ তার প্রিয় নারীর কাছ থেকে শুনতে চায়

বিশ্বরেকর্ড গড়া তামিমের ব্যাটে বাংলাদেশের সিরিজ জয়

মাধ্যমিক শিক্ষকদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টার হুঁশিয়ারি

আবারও বঙ্গোপসাগরে ভূমিকম্প

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

কুকুরছানা পুকুরে ফেলে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় হেফাজত আমিরের বিশেষ দোয়া

রাজশাহীতে আশঙ্কাজনকহারে পরিযায়ী পাখি, নিঃশব্দ প্রস্থান কী সতর্কবার্তা?

ক্রেতা সেজে দোকানে ঢুকে স্বর্ণ চুরি

বরগুনা জেলা বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা

১০

সড়কে ঝরল কোরআনে হাফেজের প্রাণ

১১

অল্পের জন্য প্রাণে বাঁচলেন তরুণ-তরুণী

১২

যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ব্যবসায়ীদের অবরোধে তীব্র যানজট

১৩

প্রক্সি দিয়ে চাকরি, যোগদানের সময় আটক রবিউল

১৪

বগুড়ায় এনসিপির ১১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৫

দলের নির্ধারিত ব্যক্তি ছাড়া কারও কথায় কান দেবেন না : ডা. জাহেদ

১৬

আবাসিক এলাকায় শুঁটকি উৎপাদন, স্থানীয়দের ভোগান্তি

১৭

চবিতে ফের ভুয়া শিক্ষার্থী শনাক্ত

১৮

আয়ারল্যান্ড ম্যাচে বিশ্ব রেকর্ড গড়লেন তানজিদ তামিম

১৯

কলেজের ভবন দখল করে থাকছেন শিক্ষকরা, শ্রেণিকক্ষেই কোচিং বাণিজ্য

২০
X