সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিককে হাত কাটার হুমকি : যুবলীগ নেতাসহ আটক ২

ভুক্তভোগী সাংবাদিক ইয়ারব হোসেন। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী সাংবাদিক ইয়ারব হোসেন। ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় সাংবাদিককে আ.লীগের অফিসে লাঞ্ছিত করার ঘটনা ও হাত কাটার হুমকি দেওয়ায় যুবলীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। লাঙল প্রতীকের প্রার্থীকে নিয়ে সংবাদ প্রকাশ করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক ইয়ারব হোসেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশুর সমর্থক সাতক্ষীরা সদরের গোবিন্দকাটি গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল খালেক শেখ ও তার ভাই মিলন শেখ।

অপরদিকে, লাঞ্ছিতের শিকার ইয়ারব হোসেন দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ও স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পৃক্ত। তিনি সাতক্ষীরা সদরের তুজুলপুর গ্রামের ইছাহাক মোড়লের ছেলে।

ইয়ারব হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সমর্থক স্থানীয় ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক অমন্দ্র নাথ ঘোষসহ তিনজন ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগ অফিসে যায়। কিছুক্ষণ পর সেখানে চাঁদাবাজ ও যুবলীগ নেতা আব্দুল খালেক ও তার ভাই মিলন এসে আপত্তিকর ভাষায় গালাগাল করতে থাকেন।

তিনি বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই লাঙল প্রতীকের কর্মী আব্দুল খালেক বলতে থাকে- লাঙলের প্রার্থীকে নিয়ে নিউজ করেছিস? তোরে আজকে পেয়েছি, আজকে তোরে শেষ করে দেব। তুই লাঙল প্রার্থীর বিরুদ্ধে রিপোর্ট করিস, তোর হাত কেটে দেব। এসব বলে তারা আমাদের পেশিশক্তি প্রয়োগ করে সেখান থেকে আমাকে মারপিট করে বের করে দেয়।

ইয়ারব আরো বলেন, পরবর্তীতে বিষয়টি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর থানা পুলিশকে জানালে পুলিশ অভিযুক্তদের আটক করে। এ ছাড়া ঘটনাস্থল থেকে আমরা চলে আসার সময় তারা পুলিশের সামনেই আমাদের প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে রাতেই থানাতে এজাহার জমা দিয়েছি।

ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমন্দ্র নাথ ঘোষ বলেন, আওয়ামী লীগের অফিসকে তারা জাতীয় পার্টির অফিসে পরিণত করেছে। আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই সুবাদে আওয়ামী লীগের অফিসে নিয়মিত যাতায়াত করি। নির্বাচন উপলক্ষে আ.লীগের অফিসে গেলে সেখানকার তথাকথিত নামধারী চাঁদাবাজ খালেক শেখ লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মানবজমিনের সাংবাদিক ইয়ারব হোসেনসহ আমাদের কয়েকজনকে অশ্লীলভাবে গালিগালাজ করতে করতে মারপিট করে অফিস থেকে বের করে দেয়। একই সঙ্গে ফোন করে জাতীয় পার্টির লোকজনকে আসতে বলে। পরিস্থিতি সংঘাতের দিকে রূপ নেবে বিধায় তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে পুলিশ এসে তাদের আটক করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটি পরে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খাবার বন্ধ করলে ওজন কমে কি

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে নাহিদের প্রতিক্রিয়া

তৃণমূল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

শনিবার খোলা থাকবে ব্যাংক

পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি, বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যা

জামাইয়ের দেওয়া আগুনে পুড়ে ছাই শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান

সীমান্তে নারী-শিশুসহ ১১ অনুপ্রবেশকারী আটক

ভারতে পালানোর সময় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নামাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন সোহেল, ঘরে ঢুকে মাথায় গুলি

১০

প্রতিদিন মদ খেলে মস্তিষ্কে যা ঘটে জানাচ্ছে গবেষণা

১১

আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম : প্রধান উপদেষ্টা

১২

জঙ্গলে বিমান বিধ্বস্ত, সবাই নিহত

১৩

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি যেসব দল

১৪

কালবেলা পাঠকদের কাছে আস্থা অর্জন করতে পেরেছে : টুকু

১৫

সাতক্ষীরার তিন কলেজে পাস করেনি কেউ

১৬

রুই মাছের ৮ পদ, আজই বানিয়ে ফেলুন আপনার পছন্দের রেসিপিটি

১৭

তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী / ‘দেশ বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনা সবার কাছে পৌঁছে দেব’

১৮

কী বলা হয়েছে জুলাই সনদের অঙ্গীকারনামায়

১৯

জুলাই সনদে স্বাক্ষর করলেন যারা

২০
X